ফেনীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে জরিমানা

32

জেলায় ক্ষতিপূরণ দিতে গড়িমসি করায় ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে আজ সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে দশহাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ে অভিযোগের শুনানী অনুষ্ঠিত হয়। এতে ভোক্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ভাঙ্গা টিভির ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার টাকা জরিমানা করেন জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা।
সহকারি পরিচালক জানান, গত বছরের ১২ অক্টোবর জেলার পরশুরাম থেকে সুন্দরবন কুরিয়ারে একটি টিভি মেরামতের জন্য ঢাকায় পাঠান অভিযোগকারি ব্যক্তি। তিনি ঢাকা থেকে পাঠানো টিভি গ্রহণ করার সময় দেখেন সেটি ভাঙ্গা। এসময় তিনি টিভিটি গ্রহণ না করে এর ক্ষতিপূরণের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাছে আবেদন করেন। কিন্তু ঘটনার ছয়মাস অতিবাহিত হওয়ার পরও তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ক্ষতিপূরণ না পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে অভিযোগ করেন।
শুনানীতে অভিযোগকারী এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক অংশ নেন। এসময় প্রতিষ্ঠানটি নিজেদের অবহেলার কথা স্বীকার করে টিভির ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার টাকা প্রদান করে। সূত্র: বাসস

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.