ফেনী ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

41

ফেনী ডায়াবেটিক সমিতির ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। মঙ্গলবার (১ অক্টোবর) সমিতির সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদ সদস্য আজিজ আহম্মদ চৌধুরী।

সমিতির সভাপতি এডভোকেট আকরামুজ্জমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি আবদুল মোতালেব ও সামী-উল হক সাহীন, সদস্য বাহার উদ্দিন বাহার, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ, মেডিসিন বিশেজ্ঞ ডাঃ ফজলুল ওহাব চৌধুরী, শিশু বিশেষজ্ঞ ডাঃ প্রদীপ চন্দ্র রায়, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আশিকুল ইসলাম ও ভারত থেকে আগত বিখ্যাত সাইক্লিস্ট সম্রাট মৌলিক প্রমুখ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম-সম্পাদক সৈয়দ জহির উদ্দিন আকবর, কার্যকরী পরিষদ সদস্য মোসলেহ উদ্দিন বাদল, আবুল কাসেম, আবু নাসের চৌধুরী, জহিরুল আলম জহির, মজিবুর রহমান ভূঞাঁ, এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী, রাজিব খগেশ দত্ত আজীবন সদস্যবৃন্দ এবং হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, অন্যান্য ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীগণ।

সমিতির প্রতিষ্ঠাকালে যাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাঁদের আন্তরিক ধন্যবাদ জানান এবং যারা ইতিমধ্যে মৃত্যু বরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথিসহ অন্যান্য বক্তাগণ তাঁদের বক্তব্যে অত্র হাসপাতালকে মেডিক্যাল কলেজে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এর অগ্রগতিতে কর্মকর্তা-কর্মচারী সহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.