চাটখিলে করোনায় মৃত লাশ দাফন কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত

'সবুজ বাংলাদেশ'র উদ্যোগে

277

নোয়াখালীর চাটখিলে ‘সবুজ বাংলাদেশ’ এর উদ্যোগে গতকাল (২ জুলাই) দুপুরে আজিজ সুপার মার্কেটের ৪র্থ তলায় মৃত লাশ দাফন কমিটির এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সবুজ বাংলাদেশ’র নোয়াখালী জেলার সেক্রেটারি মহিন উদ্দিন (বি কম)। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি ইসমাইল হোসেন বাবু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৃত লাশ দাফন কমিটির সদস্য হাফেজ মিজান, পারভেজ, আবিদ, জনি, সাফায়েত, মামুন, নিলয়, কামরুল প্রমুখ।

মহিন উদ্দিন (বি কম) বলেন, ‘সারা বিশ্বের ন্যায় মহামারি করোনাতে বাংলাদেশে দিন-দিন মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আর এই মৃত লাশকে তার আপন জনেরাও ধরতে চায় না। তাই ‘সবুজ বাংলাদেশ’ এই মৃত লাশকে দাফন করার জন্য একটা কমিটি করতে বলেছে তার পরিপেক্ষিতে আমরা নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ীতে ১৪ সদস্যদের একটি কমিটি কিছু দিন আগে করেছি। আমি ইসমাইল হোসেন বাবুকে বিশেষ এমন একটি কাজ করার পরিকল্পনা দেওয়ার জন্য এবং মৃত লাশ কমিটি চাটখিল- সোনাইমুড়ীর সকল সদস্যদের ধন্যবাদ জানাই এমন একটি কাজে তারা জড়িত হবার জন্য। আমি সবসময় মৃত লাশ কমিটির সকলকে সাধ্যমতো সহযোগিতা করবো।’

অনুষ্ঠানে ইসমাইল হোসেন বাবু, সকল সদস্যদের লাশ দাফনের বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেন এবং দাফনের সময় যাবতীয় করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোকপাত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চাটখিল উপজেলা শাখার সেক্রেটারি আবদুল মোতালেব ভূঁইয়া।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.