একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সোনাইমুড়ীতে কুইজ প্রতিযোগিতা

637

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ীতে রুবীরহাট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কুইজ-কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আমরা নোয়াখাইল্লা পরিবারের পক্ষ থেকে এই কুইজ-কুইজ এর আয়োজন করা হয়। হাতের লেখা সুন্দর, সাধারণ-জ্ঞান, রচনা এসব বিষয়ের উপর কুইজ-কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত কুইজ প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় স্থান অধিকারী বিজয়ীদের মধ্যে অনুষ্ঠানের শেষে পুরষ্কার বিতরন করা হয়। উক্ত কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবীরহাট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেচুলাল কর্মকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মতিন, সহকারী শিক্ষক শাহানাজ বেগম। প্রধান শিক্ষক বলেন, ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে এইরকম একটি কুইজ-কুইজ প্রতিযোগীতা খুবই উপকারি এবং শিক্ষার্থীদের জ্ঞান আহরন, জ্ঞানচর্চা, শিক্ষার্থীদের মেধা বিকাশের ক্ষেত্রে এই রকম জ্ঞানমূলক কুইজ-কুইজ প্রতিযোগীতা শিক্ষার্থীদের সাধারন শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের জ্ঞান আরো বেশি বিকশিত হবে। শিক্ষকরা বলেন, এই কুইজ-কুইজ প্রতিযোগীতা থেকে শিক্ষার্থীরা সাধারন-জ্ঞান সম্পর্কে, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে এবং ২১শে ফেব্রুয়ারির ভাষা-আন্দোলনের তাৎপর্য সম্পর্কে জানতে পারবে। উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠানের পূর্ব মুহূর্তে রুবীরহাট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে অবস্থিত শীহদ মিনারে শিক্ষক, শিক্ষার্থীসহ আমরা নোয়াখাইল্লা পরিবারের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করেন এবং ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
সকাল ৯ ঘটিকায় স্কুল প্রাঙ্গণে আমরা নোয়াখাইল্লা পরিবারের আয়োজনে উক্ত কুইজ-কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রুবীরহাট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এই রকম একটি শিক্ষনীয় কুইজ-কুইজ প্রতিযোগীতার আয়োজন করার জন্য আয়োজক কমিটি:আমরা নোয়াখাইল্লা পরিবারের সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.