চকবাজার ট্রাজেডি : নিহতদের ৩৪ জনই সোনাইমুড়ীর

194

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ৩৮ জনের পরিচয় মিলেছে। এদের মধ্যে ৩৪ জন নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নাগরিক। তাদের ৬ জন নাটেশ্বর ইউনিয়নের বিভিন্ন গ্রামের। এ ৬ জনের পরিচয় এখানে তুলে ধরা হলো:

নিহতরা হলেন নাটেশ্বর ইউনিয়নের ঘোষকামতা গ্রামের সাহাব উল্লাহর দুই ছেলে মাসুদ রানা ও রাজু। তারা দুজন চকবাজারে একটি মোবাইলের দোকার পরিচালনা করতেন। একই ইউনিয়নের মির্জানগর গ্রামের আবদুল মমিনের ছেলে সাহাদাত হোসেন হিরা, আবদুর রহিমের ছেলে আনোয়ার হোসেন মঞ্জু, গোলাম গাউসির ছেলে নাছির উদ্দিন এবং নাটেশ্বর গ্রামের বুলু মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৬৫)। তাদের পরিচয় নিশ্চিত করেছেন তাদের স্বজনেরা।

এছাড়াও কোম্পানীগঞ্জের ৯ জন এবং হাতিয়া উপজেলার ৩ জনসহ মোট ৪৬ জন নোয়াখালীবাসীর মৃত্যু হয়েছে এ ট্যাজেডিতে।

তাদের মৃত্যুর খবর এলাকায় পৌঁুঁলে স্বজনের কান্নাকাটি ও আহজারিতে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। খবর পেয়ে এলাকাবাসী ছুটে যায় নিহতদের বাড়িতে। এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এলাকাবাসী জানান, শুধু নাটেশ্বর ইউনিয়নের কয়েকশ লোক ঢাকার চকবাজারসহ বিভিন্ন স্থানে ব্যবসা বাণিজ্য ও বসবাস করে আসছেন। গতকাল পর্যন্ত অনেকের খোঁজ পাওয়া যায়নি। তাদের আশংকা এলাকার অনেকে অগ্নিকাণ্ডে হতাহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নোয়াখালীর পুলিশ সুপার মো. ইলিয়াস শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিচয় পাওয়া নিহত ৬ জনের মধ্যে ৫ জনের লাশ ঢাকায় অবস্থিত তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, জানা গেছে, নিহতদের মধ্যে ৩৪ জনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.