136

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল খাঁন জয় নিখোঁজ হয়েছেন। গত দুই দিন ধরে তাঁর কোন খোঁজ পাচ্ছেন না পরিবারের লোকজন। জয়ের স্বজনদের অভিযোগ, ডিবি পুলিশ পরিচয়ে জয়কে তুলে নিয়ে গুম করে রাখা হয়েছে।

সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন নিখোঁজ জয়ের ভাই রাসেল খাঁন। তিনি জানান, গত রবিবার রাতে গাজীপুরের মঠবাড়ি এলাকা থেকে জয় নিখোঁজ হয়।

জানা গেছে, ফয়সাল খাঁন জয় উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আবদুল হান্নান খাঁনের ছেলে। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।

জয়ের ভাই রাসেল খাঁন অভিযোগ করে বলেন, ‘আমার ছোট ভাই ফয়সাল খাঁন জয়কে গত রবিবার রাতে গাজীপুরের মঠবাড়ি এলাকা থেকে গুম করা হয়। ডিবি পুলিশ পরিচয়ধারী কয়েকজন তাকে একটি মাইক্রোবাসে তুলে নেয়। এরপর থেকে জয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘আমার ভাই পড়ালেখার পাশাপাশি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তবে এখন পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই। তার নামে কখনো কোনো অভিযোগ শুনিনি। জয় গাজীপুরে আমাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে তাকে ষড়যন্ত্রমূলকভাবে গুম করা হয়েছে।’

স্থানীয়দের ধারণা, সম্প্রতি সদর উপজেলার দত্তপাড়া ইউপি সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম মিরন হত্যার ঘটনায় সন্দেহজনকভাবে ছাত্রদল নেতা জয়কে পুলিশ আটক করতে পারে। যদিও জয় এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত নয় বলে দাবি তাঁর পরিবারের। তবে জয় নিখোঁজের ঘটনায় থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরী সোমবার রাত পর্যন্ত করা হয়নি।

এ ব্যাপারে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মাখন লাল রায় জানান, ফয়সাল খাঁন জয় নামে কাউকে আটকের বিষয়টি তিনি জানেন না। মিরন হত্যা মামলায় এ নামে কেউ আছে কিনা-তা জানতে চাইলে তদন্তের স্বার্থে বিষয়টি গোপন রাখতে হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.