“স্টুডেন্টস্ অব নোয়াখালী”প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

86

সময়টা ৩০ এপ্রিল ২০২০ সাল,বিশ্ব মানবতা যখন করোনা নামক ভাইরাসের প্রভাবে বির্পযস্ত তখন একঝাঁক তরুন মনে প্রাণে মানুষের সেবাই ভ্রত হয়ে গড়ে তোলো অরাজনৈতিক এবং মানবিক সংগঠন “স্টুডেন্টস্ অব নোয়াখালী”।

“ভ্রাতৃত্বের বন্ধনে থাকবো আমরা সুখে-দুঃখে ”
এই মূল মন্ত্রে কাজ করে যাচ্ছে এই সংগঠন। গত ১বছরে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় সংগঠন অনেকগুলো মানবিক কার্যক্রম করে আসছে। উল্লেখযোগ্য কাজ গুলো মধ্যে রয়েছে,
১)গত বছর করোনা কালীন সময়ে হত দরিদ্র মানুষদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়া। ২)নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে আহত ও নিহত অসচ্ছল লোকদের ১মাসের সমপরিমাণ খাবার প্রদান।
৩)শীতকালীন সময়ে প্রত্যেক উপজেলায় এতিম মাদ্রাসার ছাত্রদের মাঝে নগদ অনুদান, শীতবস্ত্র বিতরণ এবং মধ্যাহ্ন ভোজন আয়োজন করা এবং মাইজদী ও চৌমুহনী রেলস্টেশনে কম্বল বিতরণ করা।
৪) বৃদ্ধাশ্রমে মধ্যাহ্ন ভোজন এবং শীতবস্ত্র বিতরণ এবং নগদ অনুদান প্রদান করা ।
৫) নোয়াখালীতে ভাসমান ছিন্নমূল মানুষদের মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা।
৬)করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নোয়াখালীর ০৫ উপজেলায়( সদর,বেগমগঞ্জ, চাটখিল,সোনাইমুড়ী,সেনবাগ) -এ জনসচেতনতামূলক ক্যাম্পেইন এবং মাস্ক বিতরণ করা।
৭) রমজান মাসে এতিমখানা ও মাদ্রাসায় দোয়া ও ইফতার এবং রাতের খাবারের কার্যক্রম চলমান আছে।

এই সংগঠনের সেচ্ছাসেবীরা সর্বদা মানুষের কল্যানে সদা নির্ভীক সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও এমনি কাজের দ্বারা অব্যহত থাকবে এই আশা রাখি।
শুভ জন্মদিন “স্টুডেন্টস্ অব নোয়াখালী” সংগঠন।

আরও পড়ুন

Comments are closed.