ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে নবান্ন উৎসব উদযাপন

39

‘এসো মিলি সবে নবান্ন উৎসবে’ এ শ্লোগানকে সামনে রেখে ফেনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে।এর মধ্যে ছিল- চিরায়ত বাংলার ঐতিহ্য ধান কাটা, ধান মাড়াই, হাওয়া মিঠাই, পিঠা-পুলির পসরা সাজিয়ে নানা স্টল এবং শিল্পীদের কন্টে গ্রাম-বাংলার জনপ্রিয় গানের পরিবেশনা ও নৃত্য। শনিবার (২৩ নভেম্বর) ফেনী সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শহরতলীর কাজিরবাগ ফরেস্ট অফিস সংলগ্ন কৃষকের মাঠে ধান কাটার মধ্য দিয়ে নবান্ন উৎসব উদ্বোধন করেন পরিকল্পনা কমিশনের সচিব মো. নূরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জয়েন উদ্দিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম। সভাপতিত্ব করেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেনী সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম সাইফ। তত্ত্বাবধানে ছিলেন কাজিরবাগ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ। উৎসবে অংশ নেন- ফেনী জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান, জেলা প্রশাসকের সহধর্মিনী সেলিনা আক্তার ববি, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পি কে এম এনামুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আক্তার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এ কে শহীদ উল্যাহ খোন্দকার, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা জুসি, অফিসার্স ক্লাব ফেনীর সম্পাদক আজিজুর রহমানসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাসহ সরকারি অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ। নবান্ন উৎসবে দর্শক মাতিয়ে রাখেন সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মীর কাসেদুল হক কাওসার, ক্ষুদে শিল্পী রিয়া চক্রবর্তী ও নৃত্য পরিবেশন করে আনিকা তাবাসসুম।এ সময় উপস্থিত ছিলেন এলাকার শতাধিক কৃষক-কৃষাণী।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.