প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আস্থা আছে-যুক্তফ্রন্ট নেতা মেজর মান্নান

124

বিকল্প ধারা বাংলাদেশের মহাসচিব ও যুক্তফ্রন্ট নেতা মেজর (অব.) আব্দুল মান্নান বলেছেন, বর্তমান সরকার এবং প্রধানমন্ত্রীর উপর আমাদের আস্থা আছে। তিনি বঙ্গবন্ধু কন্যা এবং একজন ত্যাগী মানুষ।

উনার অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত। উনি জাতিকে নিরাশ করবেন না। তিনি সুষ্ঠ নির্বাচন করে জাতিকে একটি নতুন সরকার উপহার দেবেন। আমরা মনে করি সবদলই আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে এবং নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। আগামী নির্বাচন সরকারের জন্য অগ্নি পরীক্ষা এবং গুরু দায়িত্ব। সরকার সে দায়িত্ব যথাযথ পালন করবে। বর্তমান সরকারের প্রধান মন্ত্রীর উপর আমাদের আস্থা আছে।

তিনি শুক্রবার রাতে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।
এ সময় বিকল্প ধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, জেলা সভাপতি শামছুল ইসলাম মজনু ও সদস্য সচিব ডা: শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, ২০১৪ সালের নির্বাচনে আমাদের অংশগ্রহন করা উচিত ছিলো, অংশগ্রহণ করলে জনগণের জন্য হয়তো অনেক কিছু করতে পারতাম। এবারের নির্বাচনে আমরা জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি সংসদে পাঠাতে চাই। জনগণের জন্য আইন প্রণয়ন এবং ভাগ্য উন্নয়নের জন্য সংসদে ভূমিকা রাখতে চাই। গত ৫ বছর ধরে আমরা এবং আমাদের দল সক্রিয় ছিল। বিভিন্ন দলের সাথে সম্পর্ক তৈরী করে তিন দল একত্রিত হয়ে একটা ঐক্য প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তফ্রন্ট গঠন করেছি। যুক্তফ্রন্ট গঠন করলেও আমরা আমাদের দলের সক্রিয়তা বজায় রেখেছি। জনগণের বা দেশের সমস্য সমাধানের যে চাহিদা তা মেটাতে জনগণের ঐক্যের কোন বিকল্প নাই

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.