কোম্পানীগঞ্জে নিন্মমাণের সড়ক খুঁড়ল দুদক, পেল সত্যতা

80

নোয়াখালীর কোম্পানীগঞ্জে নির্মাণাধীন যোগিদিয়া জিপিএস টু সিরাজ মিয়ার বাজার সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারসহ কয়েকটি অভিযোগ ছিল।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই সড়কে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে অভিযান চালায় (দুদক) একটি দলটি। এরপর সড়ক খুঁড়ে দুদক কর্মকর্তারা অভিযোগের প্রাথমিক সত্যতা পায়।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের যোগিদিয়া জিপিএস টু সিরাজ মিয়ার বাজার সড়কে এ অভিযান চালানো হয়।
দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয় সহকারী পরিচালক সুবেল আহম্মদ’র নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে দুদুক কর্মকর্তারা রাস্তা খুঁড়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দুদক নোয়াখালীর সহকারী পরিদর্শক শরীফুল ইসলাম।
এ বিষয়ে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয় সহকারী পরিচালক সুবেল আহম্মদ বলেন, আমরা সরেজমিনে নির্মাণাধীন রাস্তা খুড়েঁ তদন্ত করেছি। পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহফুজুল হোসাইন দুদকের অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্মাণাধী সড়কটির ৬০ পারসেন্ট কাজ সম্পন্ন হয়েছে। যথাযথ মান নিশ্চিত করে কাজ বুঝে নেওয়া হবে।
উল্লেখ্য, প্রথম থেকেই স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল , এলজিইডির কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহফুজুল হোসাইন ও উপ-সহকারী প্রকৌশলী খুরশিদ আলম’র ছত্রছায়ায় মূলত এই সড়কে সরকারি শিডিউল অমান্য করে বেজায় নিন্মমানের কাজ করার সুযোগ পায় সংশ্লিষ্ট ঠিকাদার। অভিযোগ রয়েছে, এ অনিয়মে নিরব ভূমিকায় থেকেছেন উর্ধ্বতন কর্তৃপক্ষও। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, নিন্মমানের কাজ সম্পর্কে উপজেলা এলজিইডির কর্তৃপক্ষকে অভিযোগ করেও কোন প্রতিকার মেলেনি। ঠিকাদারী প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে আনুমানিক ১ কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরে যোগিদিয়া জিপিএস টু সিরাজ মিয়ার বাজার সড়ক নির্মাণে ১৪০০ শত মিটার রাস্তার পাকাকরণের কাজ পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সেঞ্চুরী টেড্রার্স’র কর্ণধার মোহাম্মদ সেলিম উল্যাহ। ঠিকাদারী প্রতিষ্ঠান সেঞ্চুরী ট্রেডার্স’র কর্ণধার এর ভাই সোহেল জানান, তার ভাই হার্ট স্ট্রোক করে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে বর্তমানে এ লাইন্সেস এ কাজটি করছে স্থানীয় যুবলীগ নেতা মাইন উদ্দিন মামুন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.