সোনাইমুড়ীতে মুক্তিযোদ্ধা দম্পতির মানবেতর জীবন যাপন

পালিত পুত্র, পুত্রবধূ ও কন্যার অবহেলায়

71

সোনাইমুড়ীতে নিঃসন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম দাম্পত্য জীবনে পালিত পুত্র, পুত্রবধু ও কন্যার অবহেলায় মানবেতর জীবন করছেন। উপজেলার পূর্ব কাশিপুর গ্রামে মৃত হাজী নুর মিঞার ছেলে বীর মুক্তিযোদ্ধা আবুল কাাশেমের (নেতা কাশেম) পরিবারে এ পরিস্থিতি বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, এই মুক্তিযোদ্বা নিঃসন্তান হওয়ায় ছোট ভাইয়ের এক পুত্র ও কন্যাকে শিশু অবস্থা থেকে লালন-পালন করেন । তিনি প্রথম যৌবনে চন্দ্রঘোনা পেপার মিলে চাকুরি করে উপার্জিত অর্থ দিয়ে চট্টগ্রাম ফলমন্ডিতে ফলের আমদানী–রপ্তানি ব্যবসার সাথে জড়িত হন । সেই সময় তিনি ব্যবসার আয় ও ব্যাংক থেকে ঋণ নিয়ে চট্টগ্রামের হালিশহর মৌসুমী এলাকায় জায়গা নিয়ে পাঁচ তলা বিশিষ্ট বাড়ি করেন । ইতিমধ্যে গত ২০১৪ সালের মার্চে তাঁর নিঃসন্তান প্রথম স্ত্রী জাহানারা বেগম মারা যান । তিনি একই বছরে মে মাসে দ্বিতীয় স্ত্রী হিসেবে আরেক বিধবা নিঃসন্তান হালিমা বেগমের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন। পারিবারিক জীবনে তাদের নবজীবনে স্বামী-স্ত্রীর মধ্যে কোন কলহ-বিবাদ না থাকলেও বাধা হয়ে দাড়ায় পালিত পুত্র হাছান বিন কাউছার, পূত্র বধু মিশু ও মেয়ে হাছিনা। তারা সু-কৌশলে চট্টগ্রামের ব্যবসা, বাড়ি ও সম্পত্তি নিজেদের নামে করায়ত্ব করে। পালিত পিতা ও দ্বিতীয় মাতাকে অবহেলার চোখে দেখতে শুরু করে । ইতিমধ্যে বাড়ির সমস্ত সম্পত্তি পালিত পুত্র কাউসার মুক্তিযোদ্ধা আবুল কাশেমকে পুষলিয়ে স্ত্রীর মতের বিরুদ্ধে দলিল সৃজন করে নেয়ার অভিযোগ পাওয়া যায় । উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধার প্রাপ্ত মাসিক ভাতা ও চাকুরির স্থল থেকে এককালিন সম্মানীর সমস্তই পালিত পুত্র ও পুত্রবধুর পেছনে ব্যয় হয়ে আসছে। তবুও মুক্তিযোদ্ধা আবুল কাশেমের পকেটে ঔষধের টাকা ও নূন্যতম পকেট খরচ মিলছে না। স্ত্রীর দৈনন্দিন খাওয়া-পরার ব্যয়ভার বহন করে না তার পালিত পুত্র। এমতাবস্থায় মুক্তিযোদ্ধার ভাগিনা সফিকুল ইসলামের আর্থিক সহযোগিতা তারা পেয়ে আসছেন বলে জানা যায়। এই বিষয়ে বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম দীর্ঘদিন থেকে অনেক অভাব-অভিযোগ নিজের মধ্যে দমিত করে রাখলেও হঠাৎ মুখ খোলেন তার স্ত্রী হালিমা বেগম ।

স্ত্রী হালিমা বেগম জানান, পালিত পুত্র কাউসারের স্ত্রী মিশু তাকে একাধিকবার মারধর করতে উদ্ধত্য হয় । তার ভাতরুমের পানি সরবরাহ বন্ধ করে দেয় । ঘরের দরজায় মল ত্যাগ করায় ও আবর্জনা ফেলে রাখে। তার সামনে থেকে ভাতের পাতিল ও প্লেট কেড়ে নিয়ে যায়। বর্তমানে অসুস্থ হালিমার চিকিৎসার ব্যবস্থা নেই। রাতে শীত যাপনে গরম কম্বল নেই। শীতে হালিমার গলার স্বর ভেঙ্গে গেছে। চা খাওয়ার টাকা নেই বীর মুক্তিযোদ্ধার পকেটে। এমতাবস্থায় মানবেতর জীবনযাপন করছে এই দম্পত্তি ।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.