শ্রদ্ধা আর ভালোবাসায় চির বিদায় নিলেন আবু তাহের মাস্টার
পৃথিবীর সকল মায়া কাটিয়ে হাজারো শিক্ষার্থী, সহকর্মী, বন্ধু-বান্ধব ও স্বজনদের কাঁদিয়ে না ফেরার দেশে চিরদিনের জন্য চলে গেলেন খিলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আবু তাহের মাস্টার। তিনি হঠাৎ গুরুতর অসুস্থ্য হলে তাকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন আইসিইউ’তে থাকার পর অবস্থার উন্নতি হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে গতকাল রাত আনুমানিক নয়টার সময় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি………রাজিউন)
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। আজ সকাল নয়টায় তার দাপন সম্পন্ন হয়।
দূরদর্শী প্রিয় মানুষটিকে একনজর দেখতে ভীড় জামান হাজারো মানুষ। শেষ বিদায় জানাতে অশ্রুসিক্ত আর অবাক দৃষ্টিতে তাকিয়ে সবাই নির্বাক-নিথর। প্রিয় স্যারের এভাবে চলে যাওয়া মানতে কষ্ট হচ্ছে সকলের।
পারিবারিক জীবনে তিনি ৫ ছেলে ২ মেয়ের জনক ছিলেন।
Comments are closed.