নোয়াখালীতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির উদ্বোধন

115

‘ভিক্ষাভিত্তি জীবন নয়, জীবন হোক কর্মময়’ এই শ্লোগানে নোয়াখালীতে সরকারি বরাদ্ধ ছাড়াই ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি শুরু করা হয়েছে। শনিবার সদর উপজেলা পরিষদে এই কর্মসূচির আনুষ্ঠানিক করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। এ সময় উপজেলার ১১টি ইউনিয়নের ১২১ জন ভিক্ষুকের মাঝে তাদের সক্ষমতা অনুযায়ী রিকশা, সেলাই মেশিন, ছাগল, হাঁস-মুরগি, শাড়ি-চুড়ি, মাদুর তৈরির জন্য হোগলা পাতা ও চা বিক্রির সামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণ বিতরণ করা হয়।
এ উপলক্ষে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উদয়ন দেওয়ান। স্বগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন ও এওজবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর জাহের, আকবর হোসেন সোহাগ ।
অনুষ্ঠানের শুরুতে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির উপর ধারণাপত্র উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুর রউফ মন্ডল। তিনি জানান, জেলার নয়টি উপজেলায় প্রাথমিক পর্যায়ে ৫৮২১ জন ভিক্ষুকের তালিকা তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন ও সংশ্লিষ্ট উপজেলা পরিষদের আর্থিক সহযোগিতায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে এই কর্মসূচিকে আরো সম্প্রসারিত করা হবে। ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় আসা ভিক্ষুকরা যাতে আবার এই পেশায় ফিরে না আসে সেই বিষয়ে নজর রাখা হবে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.