বেগমগঞ্জের হাসানহাট স্কুলের ৭০ জন শিক্ষার্থী অসুস্থ, ৩৮ জন হাসপাতালে
নোয়াখালীর বেগমগঞ্জে হাসানহাট উচ্চবিদ্যালয় ও হাসানহাট প্রাথমিক বিদ্যালয়ে আজ দুপুরে ক্লাশ চলাকালীন প্রায় ৭০ জন ছাত্রী হঠ্যাৎ অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে পুরো হাসপাতালের ডাক্তার ও সাধারণ রোগীরা।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিএসসি সিদ্দীক জানান, ‘আজ দুপুরে হঠাৎ করে বিদ্যালয়ের একছাত্রী অসুস্থতা অনুভব করলে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থেকে এক-এক করে প্রায় ৬০-৭০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে বিকালের দিকে যারা তুলনায় কম অসুস্থ ছিলো প্রাথমিক চিকিৎসা শেষে আমরা তাদের বাড়িয়ে পাঠিয়ে দেই বাকি ছাত্রীদের হাসপাতালে ভর্তি করিয়েছি।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক (আরএমও) আবদুল আজিম জানান, এই পর্যন্ত ৩৮ জন ছাত্রীকে আমরা ভর্তি করিয়েছি। তাদের চিকিৎসা চলছে, সবাই উন্নতির দিকে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি রোগটা ম্যাস হিস্ট্রিয়া হতে পারে। আশা করছি আগামীকালের মধ্যে সবাই সুস্থ হয়ে যাবে।
Comments are closed.