দক্ষিণ এশিয়ায় বেকারত্বের হার সর্বনিম্নে বাংলাদেশ
বর্তমানে বাংলাদেশের কর্মজীবী মানুষের সংখ্যা মাত্র ৬ কোটি ২৫ লাখ।
২২ জানুয়ারী ২০১৮ইং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) WORLD EMPLOYMENT AND SOCIAL OUTLOOK:TRENDS 2018 শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন অনুযায়ী –
- ২০১৭ সালে বৈশ্বিক বেকারত্বের হার ৫.৬% এবং কেবল বেকার মানুষের সংখ্যা ১৯ কোটি ২০ লাখ।
- বর্তমানে বাংলাদেশের কর্মজীবী মানুষের সংখ্যা মাত্র ৬ কোটি ২৫ লাখ।
- দক্ষিণ এশিায় বেকারের হার ২০১৬ সালের হিসাব অনুযায়ী-
- ভুটান:২.৪%, নেপাল: ৩.১%, ভারত: ৩.৫%, পকিস্তান: ৩.৮%, শ্রীলঙ্কা: ৪.৪%, বালাদেশ: ৪.৪%
এদিকে বাংলাদেশে বেকারের হার ২০১০ সাল থেকে আশঙ্কাজনক ভাবে ক্রমান্বয়ে কেবল বেড়েই চলেছে! ২০১০: ৩.৪%, ২০১১: ৩.৭%, ২০১২: ৩.৯%, ২০১৩: ৪.৪%, ২০১৪: ৪.৪%, ২০১৫: ৪.৪%।
এছাড়া ২০১৩,২০১৪,২০১৫ এই তিন সালেই বেকারত্বের হার ছিলো অপরিবর্তীত ৪.৪%।
Comments are closed.