চাটখিলে ডা. মন্টি’র সৌজন্যে খেলার সামগ্রী বিতরণ
শুক্রবার সন্ধ্যায় চাটখিল উপজেলার সেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট’স ফোরাম অব ইটপুকুরিয়ার পক্ষথেকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ ইসলাম – মন্টি’র সৌজন্য ব্যাডমিন্টন ও ফুটবল খেলার বহু সামগ্রী বিতরণ এবং স্টুডেন্ট’স ফোরাম অব ইটপুকুরিয়ার পক্ষথেকে বিজয় দিবসে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক এডভোকেট ইয়াসিন করিম ওয়াসিম, ইটপুকুরিয়া বাজার সভাপতি আবদুল মতিন, বিশিষ্ট রাজনীতিবিদ নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক জনাব হোসেন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী আবদুর রশিদ, স্টুডেন্ট’স ফোরাম অব ইটপুকুরিয়ার আহবায়ক রবিউল ইসলাম রবিন, সিনিয়র যুগ্ন-আহবায়ক আবদুল মান্নান সুজন, যুগ্ন-আহবায়ক সহেল রানা, সদস্য সচিব মাহমুদুল হাসান সহ সকল সদস্য ও খেলার সরঞ্জাম নিতে আসা খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের প্রতিনিধিদল, ছোট জীবনগর, রাজারামঘোষ, দক্ষিণ গোমাতলী, উত্তর গোমাতলী, দক্ষিণ শংকরপুর, ইটপুকুরিয়া, বৈকণ্ঠপুর, রামনারায়নপুর, গোমাতলী মাদ্রাসা ও গোমাতলী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিনিধি দল।