হাজী বেলাল হোসেন দ্বিতীয়বার বাংলাদেশ স্পীলিট চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত

184

চাটখিলের কৃতিসন্তান সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. বেলাল হোসেন বাংলাদেশ স্পীলিট চামড়া ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন। গত ১২ মে অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পরবর্তী ৩ বছরের (২০১৮-২০২১) জন্য তিনি নির্বাচিত হয়েছেন। ১৩ মে এক অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে ব্যবসায়ী নেতারা হাজী বেলাল হোসেনকে বরণ করে নেন।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি আলোকিত চাটখিলকে বলেন, ‘আমি সবসময় সততা ও একাগ্রতা নিয়ে কাজ করেছি তাই সবাই আমাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় পুনরায় নির্বাচিত করেছেন। এ জন্য সমিতির সকল সদস্যদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে সমিতির জন্য কাজ করে যাব। চাটখিলের সন্তান হিসাবে কাজের মাধ্যমে সারা বাংলাদেশে যেনো ভাবমূর্তি উজ্জ্বল রাখতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন।’
এখানে উল্লেখ্য যে, গত ২০১৫ সালের ১৭ জুন অনুষ্ঠিত নির্বাচনে ১৬৬ ভোটের মধ্যে ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তখন তাঁর নিকটতম মো. শাহ আলম পেয়েছেন মাত্র ২৬ ভোট।
চাটখিল পৌরসভার দশানি টবগা গ্রামের মনির কোম্পানির বাড়ির হাজী আব্দুর রহিমের ছেলে বেলাল হোসেন বাংলাদেশ পিনিস লেদার অ্যান্ড গুডস ফুট ওয়েরার এক্সপোর্ট এবং নোয়াখালী জেলা সমিতির আজীবন সদস্য। এছাড়াও তিনি ঢাকাস্থ বিভিন্ন মাদরাসা-মসজিদসহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিগত জীবনে তিনি চাটখিল থেকে এসএসসি পাশ করার পর ঢাকা আইডিয়্যাল কলেজ থেকে এইচএসসি এবং ইউনিভারসিটি অফ ডেভেলপমেন্ট অল্টানেটিব থেকে সিএসসিই ও এমবিএ শেষ করেন।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.