সোনাইমুড়ীতে ওসির সহযোগিতায় দোকান পেলেন প্রতিবন্ধী কুদ্দুছ

98

সোনাইমুড়ী থানার ওসির সহযোগিতায় পান দোকান পেলেন সহায়-সম্বলহীন শারীরিক প্রতিবন্ধী আব্দুল কুদ্দুছ।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার সোনাইমুড়ী বাজারে ধানের গলির মাখতুম হোটেলের সামনে পান দোকানটি উদ্বোধন করেন ওসি গিয়াস উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলার নদনা ইউনিয়নের মৃত আবুল কালামের পুত্র শারীরিক প্রতিবন্ধী আব্দুল কুদ্দুছ (৫৫) ২ মেয়ে ও এক স্ত্রী নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন। তার বড় মেয়ে স্মৃতি সোনাইমুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে ও ছোট মেয়ে ইতি সোনাইমুড়ী হামিদিয়া কামিল মাদ্রাসায় ৪র্থ শ্রেণিতে অধ্যায়নরত। কুদ্দুছ সোনাইমুড়ী বাজারে নৈশ প্রহরীর চাকুরি করে একদিকে সংসার চালানো, অন্যদিকে সন্তানদের পড়া-লেখার খরচ চালানো তার পক্ষে ছিল অসম্ভব । ইতিপূর্বে তার শারিরীক সমস্যার কারণে নৈশ প্রহরীর চাকুরি চলে গেলে সে দিশেহারা হয়ে পড়ে। গত শনিবার তার ২ মেয়ে নিয়ে সোনাইমুড়ী থানায় গিয়ে ওসির কাছে আর্থিক সহযোগিতা চান। ওসি গিয়াস উদ্দিন তার জীবনের গল্প শুনে তাকে নগদ অর্থ প্রদান করে। পরে তাকে সোনাইমুড়ী বাজারে ধানের গলি রোডে মাখতুম হোটেলের সামনে নিজ অর্থায়ানে পানের বাক্স তৈরি করে, পুঁজি দিয়ে ব্যবসার ব্যবস্থা করে দেন।

ওসি গিয়াস উদ্দিন জানান, তার আর্থিক অসচ্ছলতার কথা শুনে তিনি সহযোগিতা করেছেন। তিনি সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

প্রতিবন্ধী আব্দুল কুদ্দুছ জানান, ওসির সহযোগিতায় তার কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তিনি মানবিক ওসি গিয়াস উদ্দিনের র্দীর্ঘায়ু কামনা করেন।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.