বৃহত্তর নোয়াখালী সি অ্যান্ড এফ এজেন্টস্ প্রতিনিধি কল্যাণ ফোরামের জমকালো বৈশাখী মিলনমেলা

205

চট্টগ্রামের আগ্রাবাদে কর্ণফুলী শিশু পার্কে বৃহত্তর নোয়াখালী সি অ্যান্ড এফ এজেন্টস্ প্রতিনিধি কল্যাণ ফোরামের বৈশাখী মিলনমেলার জমকালো আয়োজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে অনুষ্ঠানটি বিকাল ৫টা পর্যন্ত একটানা চলতে থাকে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন চিটাগাং কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়াডিং এজেন্টস্ এসোসিয়েশনের কাস্টম বিষয়ক সম্পাদক ওবায়দুল হক আলমগীর, বন্দর সম্পাদক লিয়াকত আলী হাওলাদার, সি অ্যান্ড এফ কর্মচারী ইউনিয়ন (সিবিএ)-২৩৪ এর সভাপতি খায়রুল বাশার মিল্টন, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সভাপতি আবুল কাশেম, এনায়েত উল্যা খোকন, সাবেক সাধারণ সম্পাদক বাবু ডি কে চৌধুরী, সাজ্জাদুর রহমান বাচ্চু।
প্রধান অতিথি বলেন, আজ চট্টগ্রামে যেনো বৃহত্তর নোয়াখালীর জনগণের মিলনমেলায় পরিণত হলো আগ্রাবাদ কর্ণফুলী পার্ক। তিনি আয়োজনে যথেষ্ট সন্তুষ্টি প্রকাশ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শওকত মাহমুদ সোহেল, মো. আবদুর রাজ্জাক, মো. আমির হোসেন, মোশারফ হোসেন ফিরোজ, মো. রবিউল হোসেন।
আয়োজক কমিটির মধ্য থেকে আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. মিনহাজ চৌধুরী, আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক জাকির হোসেন স্বপন, আবুল কাশেম, মো. কামরুজ্জামান, করিমুল মাওলা আলাউদ্দিন, মো. আলী হোসেন, মোহাম্মদ উল্লাহ চৌধুরী, সদস্য সচিব মো. শামছুদ্দিন রুবেল, যুগ্ম সচিব জহিরুল ইসলাম, শফিকুর রহমান বাবু, ফিরোজ আলম, ইকবাল হোসেন রুবেল, আলমগীর হোসেন টিপু, সফিউল ইসলাম সোহেল, অর্থ উপকমিটির সদস্য নুরুল ইসলাম মামুন, মোশারফ হোসেন, নাছির উদ্দিন, রফিকুল আলম কামাল, নজরুল ইসলাম, আপ্যায়ন উপকমিটির সদস্য গোলাম হোসেন আরমান, হারুন অর রশিদ, সাকের উল্লাহ, মো. মোশারফ হোসেন, জিল্লুর রহীম, ক্রীড়া ও সাংস্কৃতিক উপকমিটির সদস্য মোশারফ হোসেন সুইফ্ট, মামুনুর রশিদ, আমির হোসেন, কামরুল ইসলাম মন্টু, প্রচার উপকমিটির সদস্য সামছুল হুদা সবুজ ও শাহাদাত হোসেন।
ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে ছিল বিস্কুট দৌঁড়, মোরগের লড়াই, সুঁই-সুতা দৌঁড়, মিউজিক্যাল চেয়ার, মিউজিক্যাল বালিশ, হাঁড়ি ভাঙা ও রশি টানাটানি।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন স্থানীয় শিল্পী হিমেল, ঢাকা থেকে আগত টেলিভিশন শিল্পী মুন ও শাপলা। দর্শকরা নেচে-গেয়ে, আনন্দ-উল্লাসে দিনটি অতিবাহিত করেন।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. মাছুম বিল্লা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনটির উপদেষ্টা আবদুর রব চৌধুরী।
সবশেষে আয়োজক কমিটির আহবায়ক মো. ওয়াজি উল্লাহ বাদলের ধন্যবাদজ্ঞাপনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো বৃহত্তর নোয়াখালীর কণ্ঠস্বর ‘আলোকিত চাটখিল’ পত্রিকা।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.