ফেনী নদীতে ধরা পড়া দুই ইলিশ বিক্রি হলো ১৭ হাজারে

47

ফেনীর সোনাগাজীতে জেলের জালে ধরা পড়া দুটি বড় আকারের ইলিশ ১৬ হাজার ৮শ টাকা বিক্রি হয়েছে। গত কয়েকদিন যাবৎ বড় ফেনী নদীতে আরো কয়েকটি বড় আকারের মাছ ধরা পড়েছে বলে খবর পাওয়া গেছে।

রোববার (২৬ জুন) সন্ধ্যায় দেশের বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল সোনাগাজীর ফেনী নদীতে মানিক মিয়ার জালে ইলিশ দুটি ধরা পড়ে।

জেলে মানিক মিয়া জানান, তিনিসহ আরো ৫ জন উপজেলার চর খোন্দকার এলাকায় নদীতে জাল দিয়ে মাছ ধরছিলেন। এসময় তাদের জালে বড় আকারের দুটি ইলিশ ধরা পড়ে। তাৎক্ষণিক মাছগুলো সোনাগাজী বাজারে নিয়ে এলে নেয়ামত উল্লাহ নামের এক ব্যবসায়ী মাছ দুটি পাইকারী কিনে জেলা শহরে নিয়ে যান। সেখানে তিনি ইলিশ দুটি ১৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।

 

নেয়ামত উল্লাহ জানান, বিক্রি হওয়া একটি ইলিশের ওজন ৩ কেজি ৫০ গ্রাম, অপরটি ২ কেজি ৯৫০ গ্রাম। সাধারণত এত বড় আকারের ইলিশ পাওয়া যায় না বলে তিনি জানান।

উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহা বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হওয়ায় নদীতে এখন বড় মাছ পাওয়া যাচ্ছে। নিষিদ্ধ সময়ে মাছ না ধরায় সমুদ্রে মাছের আকার বড় হওয়ার সুযোগ পেয়েছে। আগামীতে আরো বড় আকারের মাছও পাওয়া যেতে পারে বলে মনে করেন এ কর্মকর্তা।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.