নোয়াখালীতে রাস্তা পাকাকরণে দখলদারদের বাধা, গুলি

140

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গাবুয়া উপশহর থেকে পূর্বদিকে রেললাইন সংলগ্ন শরিফপুর ইউনিয়ন পর্যন্ত সড়ক পাকাকরণ কাজে বাধা দেয়ার অভিযোগ উঠেছে সরকারি খাল দখলকারী হাফিজ ও শহিদের বিরুদ্ধে। জনসাধারণের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ রাস্তাটি কাঁচা থাকায় বর্ষা মৌসুমে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। এনিয়ে স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

জানা যায়, সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ওই সড়কটি নির্মাণের জন্য রাস্তার মাটি কাটা শুরু করে। এক পর্যায়ে গাবুয়া খালের ওপর রাস্তার উত্তর পাশে বেশকিছু পাকা দোকানঘর সড়কের নকশার মধ্যে পড়ে। ফলে ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ওই দোকানগুলো ভাঙতে গেলে বাধা দেয় দোকান মালিক হাফিজ ও শহিদ। এতে এলাকাবাসী উত্তেজিত হয়ে উঠলে গুলি ছুঁড়ে আতঙ্কের সৃষ্টি করে হাফিজ ও তার ভাই শহিদের লোকজন। পরে লোকজন প্রাণ ভয়ে সরে গেলে জোরপূর্বক ঠিকাদারদের দিয়ে নকশা বহির্ভূত ভাবে রাস্তা জন্য মাটি কাটতে বাধ্য করেন তারা। নিয়ে রাস্তার দক্ষিণ অংশের বাসিন্দার বাড়ির সীমানা প্রাচীর যেকোনো সময় ধসে পড়ার উপক্রম হয়েছে।

জানা যায়, স্থানীয় সাংসদ মামুনুর রশিদ কিরনের নির্দেশে সম্প্রতি গাবুয়া থেকে পূর্বদিকের খালের পাড় হয়ে রেললাইন তথা শরিফপুর ইউনিয়ন পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকাকরণের কাজে হাত দেয় স্থানীয় সরকার প্রকৌশর অধিদপ্তর। এ অবস্থায় সরকারি জায়গা ও খালের ওপর গড়ে ওঠা অবৈধ মার্কেট বাঁচাতে হাফিজ ও তার ভাই শহিদসহ খাল দখলদাররা উঠে পড়ে লেগেছে। তারা রাস্তাটির মূল গতিপথ ভিন্নভাবে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত হয়।

অভিযোগ উঠেছে, হাফিজরা রাস্তাটির মূল নকশা পরিবর্তন করে ১০ ফুটের স্থলে ১৩ ফুট করে দেয়। এ সময় তারা পাশের বাড়ির দেয়ালের পাশের মাটিও সরিয়ে ফেলে। এতে ওই বাড়িটি দেয়াল ধসের পড়ার আশঙ্কা করছেন স্থানীয় শাকিবসহ অনেকে।

এনিয়ে শনিবার স্থানীয়রা প্রতিবাদ জানালে হাফিজ, তাঁর ভাই শহিদসহ বেশ কয়েকজন বখাটে এলাকাবাসীর ওপর ক্ষিপ্ত হয়। এসময় তারা কয়েক রাউন্ড ফাঁকাগুলি করে জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে।

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ঠিকাদার রিপন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রকৌশল বিভাগ নকশার বাইরে কোনো কাজ করবে না।

এদিকে স্থানীয় সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ জানান, সরকার সমাজ থেকে জঞ্জাল দূর করতে সারা শুদ্ধি অভিযান চালিয়ে যাচ্ছে। সরকারি খালের উপর তৈরি সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। প্রকৌশল বিভাগ যেভাবে নকশা তৈরি করেছে ঠিক সেই ভাবে সড়ক পাকা করণের কাজ করা হবে। জনগণের ভোগান্তি হয় এমন সব জঞ্জাল সরানো হবে। এতে কেউ বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.