নোয়াখালীতে তারেক মনোয়ারের মাহফিলে ৪ জন হিন্দুর ইসলাম ধর্ম গ্রহণ!

1,495

নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট হাইস্কুল ময়দানে ‘তাফসিরুল কোরআন পরিষদ চাপরাশির হাট’ এর উদ্যোগে এক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত হওয়া এই মাহফিলে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে নোয়াখালী জেলার প্রাচীনতম জনপদ চাপরাশিরহাট বাজারে। এর আগে একসাথে এতো মানুষ কখনো দেখেনি চাপরাশিরহাটবাসী। চাপরাশিরহাট হাই স্কুল মাঠ, ঈসমাইল ডিগ্রী কলেজ মাঠ, কলেজের সকল ভবন, বকশী দিঘীর ভরাটকৃত মাঠসহ চাপরাশিরহাট বাজারের প্রতিটি অলিগলি কোন যায়গায় তিল ধারণের ঠাঁই ছিল না। পুরো এলাকায় মানুষের গণ জেয়ার ছিল এই মাহফিলকে কেন্দ্র করে।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরত মাওলানা তারেক মনোয়ার। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুহাদ্দিস রফিক উল্যাহ আফসারী। ওয়াজ করেন দেশ বরেণ্য বক্তা হযরত মাওলানা মাহমুদুল হাসান।

৫নং চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন টিটুর সভাপতিত্বে এই মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দলমত নির্বিশেষে সবার সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে প্রথমবারের মত এই অঞ্চলে এতো বড় একটি মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এই জন্য সকল মহল থেকে এবং মাহফিলে আগত লোকজন মাহফিল আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এলাকাবাসী ও মাহফিলে আগত ভক্তরা বলেন, এই মাহফিল যেন এবারের মত প্রতিবারই যেন অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিলটিকে সফল করতে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রশিবিরসহ অন্যান্য সকল রাজনৈতিক দলগুলো একসাথে দিনরাত পরিশ্রম করেছেন। এই এলাকার সকল রাজনৈতিক দলের মানুষ যে শান্তি প্রিয় সেটি সারাদেশবাসী জেনেছে এই মাহফিলের মাধ্যমে। আমরা চাই এটি আজীবন অব্যাহত থাকুক।

এই মাহফিলকে কেন্দ্র করে চট্রগ্রাম, কুমিল্লা, ভোলা ফেনীসহ দেশের দুর-দুরান্ত জেলা থেকে প্রচুর মানুষের সমাঘম ঘটে। মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আলহাজ্ব মিল্লাত হোসেন লিটন, মো. রহিম উল্যাহ বিরন, নুরুল আমিন আতিকী, নুরুন্নবী (নবী কোচ) এবং দেলোয়ার হোসেন ফরহাদ এতো দুর থেকে এসে মাহফিলকে সফল ও স্বার্থক করার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামীবার আরো বড় পরিসরে মাহফিল আয়োজন করার কথা জানান তারা।

এই মাহফিলের শেষ অধিবেশনে হযরত মাওলানা তারেক মনোয়ারের মাধ্যমে কালেমা পড়ে ৪ জন হিন্দু একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.