নোয়াখালীতে তরুণ উদ্যোক্তার খোঁজে সংবাদ সম্মেলন

123

তরুণ উদ্যোক্তা বা প্রতিভার খোঁজে নেমেছে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এবং ইয়ং বাংলা। তরুণদের আইসিটিসহ সামাজিকভাবে আরও বিকশিত করার লক্ষ্যে যৌথভাবে প্রতিষ্ঠানগুলো ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮’ কার্যক্রম শুরু করেছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নোয়াখালী জেলা প্রশাসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা সাংবাদিকদের বিষয়টি জানান।

অ্যাওয়ার্ড বিষয়ে বিস্তারিত বলেন, জেলা প্রশাসক তন্ময় দাস ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামাল হোসেন।

এ সময় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তরুণদের সংগঠনগুলোকে সামাজিক কাজে আরও তরান্বিত করার উদ্দেশ্যে সরকার এ অ্যাওয়ার্ডের আয়োজন করেছে। ১০ বিভাগে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার প্রদান করা হবে।

এর মধ্যে রয়েছে, দক্ষতার উন্নয়ন, সর্বব্যাপী শিক্ষা, বিশেষভাবে সক্ষমদের (প্রতিবন্দ্বী) জন্য কর্মসংস্থানের ব্যবস্থা, সাংস্কৃতিক বিপ্লব, উদ্ভাবক, খেলাধূলা এবং ফিটনেস, জনসচেতনতা সৃষ্টি, লিঙ্গ বৈষম্য হ্রাসসহ আরও বেশ কিছু বিভাগে এ পুরস্কার দেওয়া হবে। দেশব্যাপী এ আয়োজন হাতে নেয়া হয়েছে বলেও জানানো হয়।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.