নোয়াখালীতে করোনায় পুলিশের এএসআইসহ ২ জনের মৃত্যু

433

নোয়াাখালীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পুলিশের এএসআই ওমর ফারুক (৩৫) এবং সদর উপজেলার অশ্বদিয়া এলাকার এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃত্যু হয়েছে ৪৫ জনের।

রবিবার রাতে ফারুকে গুরুতর অসুস্থ অবস্থায় তার বাড়ি থেকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেয়ার পথে মারা যান এবং একই রাতে শহীদ ভুলু স্টেডিয়ামের কোভিড হাসপাতালে চিকিৎসাধীন বৃদ্ধ মারা যান।

ফারুকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ওসি হারুন-উর-রশিদ চৌধুরী জানান, ওমর ফারুক হাতিয়া উপজেলার নলচিরা নৌ–পুলিশ ফাঁড়ির এএসআই হিসেবে কর্মরত ছিলেন। তাকে ইতি মধ্যে ঢাকার সদরঘাট নৌ-পুলিশে বদলি করা হয়। তিনি ২১ জুন কর্মস্থলে যোগদানের ছুটি কাটাতে শ্বশুর বাড়ি সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ায় বেড়াতে যান। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ২৪ জুন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষা করতে দেন তিনি। পরের দিন জানা যায় তার করোনা পজিটিভ।

ওসি আরও জানান, ২৭ জুন ওমর ফারুক শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে আসেন। রবিবার রাতে তিনি গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।

অন্যদিকে জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এনিয়ে ২ হাজার ৪৭ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪৫ জনের।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.