ঢাকাস্থ মোহাম্মদপুর ইউনিয়নের সুধীজন ও কামালপুর স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল

একটিভ ফাউন্ডেশনের উদ্যোগ

247

একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকাস্থ মোহাম্মদপুর ইউনিয়নের সুধীজন ও কামালপুর স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১০ মার্চ) একটিভ ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর থাই চাই রেস্টুরেন্টে এই মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান, চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম কিবরিয়া ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাটখিলের একমাত্র সরকারি নিবন্ধিত পত্রিকা ‘আলোকিত চাটখিল’ সম্পাদক হান্নান হায়দার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক ছায়েদুর রহমান, বিএফ শাহিন কলেজের অধ্যাপক মোহাম্মদ আলী ভূঁইয়া, চাটখিল উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক শামছুল আলম মন্টু, আবদুর রহমান রাসেল প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘একটিভ ফাউন্ডেশন তথা উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চাটখিল-সোনাইমুড়ীর মানুষের জন্য যে উদ্যোগগুলো নিয়ে আসছেন তা অত্যন্ত প্রশংসনীয়।’

বিশেষ অতিথি বলেন, ‘জাহাঙ্গীর কবির চাটখিলের শিক্ষাক্ষেত্রে অত্যন্ত ভূমিকা রেখে যাচ্ছেন যা শিক্ষার প্রসারে চাটখিলকে আরো বহুদূর এগিয়ে নিতে সাহায্য করবে।’

সভাপতি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘একটি সুন্দর সমাজ বিনির্মাণে বয়োজেষ্ঠদের পাশাপাশি তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। আর চাটখিল-সোনাইমুড়ীর কল্যাণে আমি আমৃত্যু কাজ করে যাব। আপনারা যে কোন বিপদে সবসময় আমাকে পাশে পাবেন।’

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামালপুর মো. হাসেম উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন (চৌধুরী) খোকন এবং চাটখিল উপজেলা আওয়ামী লীগের প্রাক্তন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.