চাটখিলে সাংবাদিকদের সম্মানে বিএমএসএফ’র ইফতার মাহফিল

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না এবং জাতির চোখ, তাই সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতিকে সঠিক তথ্য দেওয়া।

118

নোয়াখালীর চাটখিলে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চাটখিল উপজেলা শাখা। রবিবার (৯ এপ্রিল) চাটখিল পৌর শহরের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বিএমএসএফ চাটখিল উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া।

অন‍্যান‍্যদের মধ‍্যে আরো বক্তব্য রাখেন বিএমএসএফ নোয়াখালী জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম মানিক ভূঁইয়া, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর, চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব, চাটখিল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন, সিনিয়র সাংবাদিক দিদার উল আলম, চাটখিল উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি আনিস আহমেদ হানিফ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলায় কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা হচ্ছেন সমাজের আয়না এবং জাতির চোখ, তাই সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতিকে সঠিক তথ্য দেওয়া।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দোয়া পরিচালনা করেন চাটখিল কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. বশির উল্লাহ।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.