ছেলের বউকে ৩০০ কোটি মূল্যের গিফট!

206

জাঁকজমকপূর্ণ আয়োজন, বিলাসিতা আর নতুনত্ব দেখানোর ক্ষেত্রে ভারতের ধনকুবের আম্বানি পরিবার কখনোই আপনাকে নিরাশ করবে না। আম্বানিকন্যা ইশা ও আরেক ধনকুবেরের সন্তান আনন্দ পরিমলের বিলাসবহুল বিয়ের পর ফের এ পরিবারের আরেকটি ব্যয়বহুল বিয়ে আলোচনায় এসেছে। আর তা হলো আম্বানিপুত্র আকাশ আম্বানি ও শ্লোকা মেহতার বিয়ে।

খবরে প্রকাশ, ধনকুবের মুকেশ আম্বানি ও নিতা আম্বানি তাঁদের মেয়ের বিয়েতে কমপক্ষে ১১০ কোটি রুপি খরচ করেছিলেন। আর ছেলে আকাশ আম্বানির বিয়েতে খরচ বহুগুণে ছাড়িয়ে গেছে। সুইজারল্যান্ডে আয়োজন করা হয়েছিল আকাশ-শ্লোকার অভিজাত বিবাহপূর্ব আয়োজন। একটি বিলাসবহুল হোটেল ভাড়া করা হয়েছিল ৫০০ জন অতিথির জন্য, যে হোটেলের সবচেয়ে কমদামি রুমভাড়া প্রতিদিন প্রায় এক লাখ রুপি।

ভারতের জনপ্রিয় নারীবিষয়ক সাময়িকী ওম্যান্স এরার প্রতিবেদন জানিয়েছে, নিতা আম্বানি তাঁর পুত্রবধূকে সূক্ষ্ম ও সুচারু কারুকাজযুক্ত একটি ডায়মন্ড সেট উপহার দিয়েছেন। জানেন, সেই উপহারের দাম কত?হ্যাঁ, পুত্রবধূকে উপহার দেওয়া শাশুড়ির হীরার সেটটির মূল্য ৩০০ কোটি রুপি!

নিতা আম্বানি তাঁর ছেলের বউকে এমন কিছু উপহার দিতে চেয়েছিলেন যা হবে ইউনিক ও স্পেশাল। সেই ইচ্ছে থেকেই এমন সেট উপহার দেন, যা বানানো হয়েছে দুনিয়ার সবচেয়ে দামি হীরা থেকে। এই ডায়মন্ড সেটটির নাম লা’ইনকম্পেরেবল, অর্থাৎ যার তুলনা হয় না। ডায়মন্ড সেটটির কাট ও ডিজাইন খুবই নিখুঁত ও কোনোভাবেই নকল করা যাবে না।

প্রতিবেদনটি আরো জানাচ্ছে, ননদ ইশা আম্বানি তাঁর ভ্রাতৃবধূ শ্লোকা মেহতাকে একটি বাংলো উপহার দিয়েছেন, যেখানে মূলত ইশার শৈশব কেটেছে। নিতা আম্বানি আগে থেকেই ভেবে রেখেছিলেন তাঁর সব গহনা পুত্রবধূর নামে দিয়ে দেবেন। কিন্তু পরে বিশেষ কিছু উপহার দিতে চান, সেটিই এই ডায়মন্ড সেট।

মুকেশপুত্র আকাশ ও রাসেল মেহতার কন্যা শ্লোকার বিয়েতে নিজেদের ইন্ডাস্ট্রির সবাই উপস্থিত ছিলেন। আলোচিত বিয়েটি ইশা আম্বানির ব্যয়বহুল বিয়ের পর পরই আয়োজন করা হয়। দুটি বিয়েই মূলত ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বিয়ের কাতারে পড়ে। সূত্র : ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.