চাটখিলে নতুন করে ছয়জনের শরীরে করোনা শনাক্ত

মোট শনাক্ত হলো ১১ জন

1,244

চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। আক্রান্তরা হলেন চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারি শাহাবুদ্দিন (৩৪), চাটখিল মিজি বাড়ির সাঈদ ম্যানশনের নুর ইসলামের ছেলে মহিন উদ্দিন (১৫), একই বিল্ডিংয়ে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ জহিরুল ইসলাম (২৮), ইউরো ফার্মাসিটিক্যালসের এরিয়া ম্যানেজার আব্দুল আওয়াল খান (৪৮), চাটখিল মিজি বাড়ির সাঈদ ম্যানশনের পার্শ্ববর্তী কামাল ম্যানশনে বসবাসরত গ্লোব ফার্মাসিউটিক্যালসের এমপিও মোঃ আবু হানিফ (৩৬), গ্লোব ফার্মাসিউটিক্যালসের এস আর শামসুদ্দিন (৩৩)।

চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদ জানান, আক্রান্তরা সবাই যার যার অবস্থানে লকডাউন অবস্থায় আছে, তাদেরকে নোয়াখালী জেলা সদরে শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপন করা আইসোলেশন সেন্টারে পাঠানো হবে এবং তারা এ পর্যন্ত যাদের যাদের সংস্পর্শে এসেছে তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
উল্লেখ্য, এ নিয়ে চাটখিলে মোট ১১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.