চাটখিলে জামাইয়ের নেতৃত্বে শ্বশুরের উপর হামলা

যৌতুকের বিষয় নিয়ে

287

চাটখিলে শ্বশুরের উপর জামাইয়ের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় শ্বশুর মিজানুর রহমান মারাত্নক আহত হয়ে চাটখিল সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ২০১৮ সালের ৩ মার্চে চাটখিল বাজারের ব্যবসায়ী উপজেলার বদলকোট গ্রমের মিজানুর রহমানের মেয়ে মেহেরুন্নেছা সুমাইয়ার সাথে উপজেলার মোহাম্মদপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে মাঈন উদ্দিনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্যে ন্বামী মাঈন উদ্দিন ও তার পরিবারের লোকজন সুমাইয়ার উপর নানা ধরণের নির্যাতন করতে থাকে। এই নিয়ে বেশ কয়েকবার শালিস বৈঠকও বসে এবং তা আদালত পর্যন্ত গড়িয়ে অমিমাংসিত থাকে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে মিজানুর রহমান ও তার স্ত্রী তাদের মেয়ে সুমাইয়াকে নিয়ে মোহাম্মদপুরে তাদের এক স্বজনের বাড়ি থেকে দাওয়াত শেষে নিজেদের বাড়ি ফেরার পথে জামাই মাঈন উদ্দিন তার দুই ভাইসহ কয়েকজনকে নিয়ে তাদের পথ রোধ করে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শ্বশুর মিজানুর রহমানকে মারাত্মক আহত করে এবং শ্বাশুড়ীকেও মারধর করে।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এবিষয়ে মোহাম্মদপুর ইউপির চেয়ারম্যান শহিদ উল্যাহ বিষয়টি দুঃখজনক উল্লেখ করে বলেন, মিজানুর রহমানের মেয়ে ও জামাইকে নিয়ে অনেক শালিস বৈঠক করেও তার জামাই মাঈন উদ্দিনের অসহোগিতায় তা সফল হয়নি।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.