চাটখিলে কামালপুর হাশেম উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

329

নোয়াখালীর চাটখিল উপজেলার কামালপুর মো. হাশেম উচ্চবিদ্যালয় বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ১৬ মে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিআইজি ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘ছেলে-মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে অভিভাবকদের সচেতনতা অপরিহার্য। সন্তান কোথায় যায়, কি করে? তা দেখার দায়িত্ব নিতে হবে অভিভাবকদের, বিশেষ করে মায়েদের। মায়েরাই সন্তানের প্রথম শিক্ষক। শিশুদের আগামীদিনের জাতির কর্ণধার করে গড়ে তুলতে শিক্ষিত ও সচেতন মা-র ভূমিকাই মূখ্য।
বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সদস্য জুলফিকার আলী খন্দকার, হুমায়ুন কবীর, কামাল উদ্দীন মজুমদার, জান্নাতুল নাঈম। পরিচালনা পরিষদের সদস্য গোলাম ছরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম গোলাম মোস্তফা। পরে তিনি স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা এবং সহকারী শিক্ষকবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.