চাটখিলে এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে ‘গলাকাটা’ ফি আদায়

গরীব অভিভাবকরা বিপাকে

180

চাটখিলে এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে ‘গলাকাটা’ ফি আদায়ের অভিযোগ উঠেছে। এতে করে বিপাকে পড়েছেন গরীব অভিভাবকরা। ধার দেনা করে এবং অনেকেই কিস্তিতে ঋণ নিয়ে শিক্ষার্থীদের ফরম পূরণ করতে বাধ্য হচ্ছেন। এগুলো দেখভাল করার কেউ নেই।

খোঁজ নিয়ে জানা যায়, এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণের ফি ১ হাজার ৯শ ৭০ টাকা শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত থাকলেও অধিকাংশ বে-সরকারি উচ্চবিদ্যালয় এবং প্রায় সকল মাদ্রাসায় ফরম পূরণের ফি নামে ৩ হাজার ৫শ টাকা থেকে ৪ হাজার ৫শ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে।

চাটখিল পৌর শহরের ভীমপুর উচ্চবিদ্যালয়ে রশিদের মাধ্যমে ২ হাজার ১শ ৭০ টাকা এবং বিনা রশিদে শ্রেণি শিক্ষকের মাধ্যমে ২ হাজার ২শ টাকা করে অর্থাৎ সর্বমোট ৪ হাজার ৩শ ৭০ টাকা করে আদায় করা হচ্ছে। নারায়নপুর আর কে উচ্চবিদ্যালয়ে একইভাবে ৪ হাজার থেকে ৪ হাজার ৫শ টাকা, ওমর আলী উচ্চবিদ্যালয়েও একইভাবে ৩ হাজার ৯শ টাকা, মোহাম্মদপুর আনোয়ার আলী মাদ্রাসায় ৪ হাজার ৫শ টাকা, চাটখিল পৌর শহরের চাটখিল কামিল মাদ্রাসায় ৪ হাজার টাকা করে আদায় করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অভিভাবক অভিযোগ করে বলেন, যেখানে সরকার শিক্ষার্থীদের জন্য অনেক সুযোগ-সুবিধা দিচ্ছে সেইক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর এইসব আচরণে অভিভাবকরা ক্ষুব্ধ এবং হাতাশ। এইদিকে অনেক শিক্ষা প্রতিষ্ঠান কৌশল অবলম্বন করে এখন ২ হাজার ৩শ থেকে ২ হাজার ৫শ টাকা করে নিলেও প্রবেশপত্র নেওয়ার সময় আবারও ২ হাজার ৩শ থেকে ২ হাজার ৫শ টাকা করে নেওয়ার পরিকল্পণা আছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এছাড়া জেএসসি ও জেডিসি চলমান পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার সময় অনেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে ২শ থেকে ৫শ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে।

ফরম পূরণের বিষয়ে নারায়নপুর আর কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলাপ করলে তিনি কোচিং ফিসহ ৪ হাজার টাকা করে নেওয়ার কথা স্বীকার করেন। চাটখিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মফিজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনিও কোচিং ফিসহ ৩ হাজার ৫শ টাকা করে নেওয়ার কথা স্বীকার করেন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমানের সঙ্গে যোগাযোগ করার জন্য তার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন

দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চাটখিল কামিল মাদ্রাসা।

চাটখিলে দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Comments are closed.