সোনাগাজীর সেই মাদ্রাসার জেডিসি পরীক্ষাকেন্দ্র বাতিল

48

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যার কেলেঙ্কারির ঘটনায় ওই মাদ্রাসার জেডিসি পরীক্ষাকেন্দ্র বাতিল করা হয়েছে। ফলে সোনাগাজী বাজার থেকে তিন কিলোমিটার দূরে মতিগঞ্জ উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে হয়েছে ৭১০ জন পরীক্ষার্থীকে।

এর আগে প্রতিবছর উপজেলার ১৯টি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা পৃথক দুটি কেন্দ্র বখতারমুন্সি ফাজিল মাদ্রাসা ও সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিত।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নূরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদ্রাসা শিক্ষাবোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মাদ্রাসা কেন্দ্রটি বাতিল করে মতিগঞ্জ উচ্চবিদ্যালয়ে স্থান নির্ধারণ করা হয়েছে।

এই কেন্দ্রে ১০টি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে। ২ নভেম্বর জেডিসি পরীক্ষার প্রথম দিনে উপজেলার ১৯টি মাদ্রাসা থেকে পৃথক দুটি কেন্দ্রে ১ হাজার ২৬৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। প্রথম দিনে ২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।

মতিগঞ্জ উচ্চবিদ্যালয় কেন্দ্রে ৭১০ জন এবং বখতারমুন্সি ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৫২২ জন পরীক্ষার্থী জেডিসি পরীক্ষা দিয়েছে।

প্রসঙ্গত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে হাত-পা বেঁধে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ ১৬ জন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.