সোনাইমুড়ীর বজরা হাসপাতালে করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে ইতালি প্রবাসী

309

করোনাভাইরাস সন্দেহে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে ইতালি ফেরত আব্দুস শাক (৩৪) নামে এক যুবককে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে শাক জ্বর নিয়ে বজরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে কর্তব্যরত চিকিৎসক তার উপসর্গগুলো দেখে করোনা সন্দেহে হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দেন। বর্তমানে তিনি হাসপাতালের কোয়ারেন্টাইনে রয়েছেন।

জানা যায়, গত ৬ মার্চ ইতালি থেকে বজরা নিজ গ্রামের বাড়িতে আসেন শাক। ইতালি থেকেই তিনি জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলে তার উপসর্গগুলো দেখে করোনা সন্দেহে তাদের হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মমিনুর রহমান জানান, বর্তমানে তাকে হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তবে পরীক্ষা করা ছাড়া তার শরীরে করোনার জীবাণুমুক্ত আছে কিনা তা বলা যাবে না।

তিনি আরও জানান, ঢাকা রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ গবেষণা ইন্সটিটিউটকে (আইইডিসিআর) বিষয়টি জানানো হয়েছে। তার রক্তের নমুনা সংগ্রহের জন্য শুক্রবার আইইডিসিআরের একটি দল বজরা হাসপাতালে আসছেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.