সোনাইমুড়ীতে স্কুলছাত্রীকে গলা টিপে হত্যা

76

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক স্কুলছাত্রীকে গলা টিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বান্ধবী ও প্রেমিকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
নিহত তানজিনা আক্তার রিয়া উপজেলার রশিদপুর গ্রামের আব্দুল গফুরের মেয়ে ও বজরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। সোমবার সন্ধ্যায় ওই গ্রামের একটি পরিত্যক্ত বাগান বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের বাবা আব্দুল গফুর ও মামা মো. মিরন বলেন, সোমবার সকালে স্কুলে যায় তানজিনা। বিকেলে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে সন্ধ্যায় বাড়ির অদূরে একটি বাগানে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়া হয়।

সোনাইমুড়ি থানার এসআই রেজাউল করিম জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় দাগ ছিল।

তিনি আরো জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তানজিনার প্রাক্তন প্রেমিক হাবিব, বর্তমান প্রেমিক রাকিব, হাসান, হাবিবের বোন সুরাইয়া ও বান্ধবী ফেন্সিকে আটক করা হয়েছে।

নোয়াখালীর অ্যাডিশনাল এসপি শাহজাহান শেখ জানান, হাবিবের বোন সুরাইয়ার কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.