সেনবাগে প্রতিবন্ধী মেয়েকে কবরস্থানে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার দুজনের স্বীকারোক্তি

ঘটনাকে টাকার বিনিময়ে ধামাচাপা দেয়ার অভিযোগ এলাকাবাসির

144

নোয়াখালীর সেনবাগের ৫নং অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর গ্রামে এক প্রতিবন্ধী মেয়েকে গণধর্ষণ করছে গ্রামের ১০ জন বখাটে যুবক।

জানা যায়, পাশের গ্রাম হাটিরপাড়ের মিজিবাড়ির মৃত আবুল কালামের মেয়ে নাসরিন আক্তার প্রতিবন্ধী মেয়েটি গত ৬ জুন, শনিবার সকাল সাড়ে ৯টায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় বখাটেরা তাকে জোরপূর্বক রাস্তার পাশের বারিক সরকারের কবরস্থানে নিয়ে যায়। পরে একে একে সবাই মেয়েটিকে ধর্ষণ করেন এবং মোবাইলে ভিডিও ধারণ করেন। ধর্ষণ শেষে নানান ধরণের হুমকি দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেন তারা।

উত্তর মানিকপুর হাজি বাড়ির আবু তাহের হাবিলদারের ছেলে ফারুকে নেতৃত্বে একই গ্রামের চৌকিদার বাড়ির ভুট্ট মিয়ার ছেলে সোহেল, বিত্তি বাড়ির গফুর মিয়ার ছেলে শাওন, চানমিয়া ভাট বাড়ির টোকন আলীর ছেলে আলী হোসেন, হাজী বাড়ির সৈয়দ আহাম্মেদের ছেলে খলিল, হাজী বাড়ির আবুল বাসারের ছেলে মাহফুজ, ভাট বাড়ির জলিলের ছেলে ফাহিম মিলে মেয়েটিকে ধর্ষণ করেন।

পরে মেয়েটি বাড়িয়ে গিয়ে নিজের মাকে বিষয়টি অবগত করলে মা স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যকে বিষয়টি জানান। ইউনিয়ন পরিষদের ওই সদস্য বিষয়টি ৫নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব বিএসসিকে অবগত করেন এবং ওই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট লিখিত অভিযোগ করেন মেয়েটির মা।

এই বিষয়ে ৫নং অর্জুনতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব আলোকিত চাটখিলকে জানান, ‘গণধর্ষণের বিষয়টি সত্য, এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রস্ততি চলছে।’

এদিকে উক্ত ঘটনাকে টাকার বিনিময়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন উত্তর মানিপুরের বাসিন্দারা। তাদের অভিযোগ এতোবড় একটা ঘটনা অথচ এখনো থানায় মামলাও হয়নি বিষয়টি রহস্যজনক। দ্রুত এর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা না নিলে এরকম অপরাধ পুনরায় হওয়ার আশংকা করছেন গ্রামের বাসিন্দারা।

ঘটনাটি মিডিয়ার নজরে আনেন স্থানীয় কিছু বাসিন্দা। পরে ঘটনার বিষয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে এর সাথে জড়িতদের চিহ্নিত করে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অবহিত করলে তারা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। পরে বিকেলে পুলিশের তিনটি টিম পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে প্রধান আসামী ফারুকসহ অন্যতম আসামী ফাহিমকে গ্রেফতার করেন।

সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন জানান, ‘ঘটনা আমরা শুনতে পেয়েই সাথে সাথে উক্ত বিষয়ে তদন্ত শুরু করি পরে আমাদের তিনটি টিম আসামীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করেন। প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করি আমরা বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.