ভবনের জানালা থেকে হাত বাড়িয়ে উদ্ধারের আকুতি

170

বনানীর এফ টাওয়ারে অগ্নিকাণ্ড।
আগুন লাগা এফআর টাওয়ারের বিভিন্ন তলার জানালা থেকে হাত বাড়িয়ে উদ্ধারের আকুতি জানাতে দেখা গেছে আটকে পড়া ব্যক্তিদের।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে একটার দিকে রাজধানীর বনানীর বহুতল এফআর টাওয়ারে ভয়াবহ আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভাতে কাজ করছিল।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এফআর টাওয়ারে আগুন লাগার পর ভবন থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন।

আগুন থেকে বাঁচতে বেশ কয়েকজন এফআর টাওয়ার থেকে লাফও দেন। কয়েকজনকে ভবনের পাশে থাকা তার ধরে নিচে নামতে গিয়ে পড়ে যান।

আহত ব্যক্তিদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

নৌবাহিনীর ফায়ার টিম ও বিমানবাহিনীর হেলিকপ্টার আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।

এফআর টাওয়ারটি বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে অবস্থিত। ভবনটি ১৭ তলা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, এফআর টাওয়ারের অষ্টম তলায় আগুন লেগেছে বলে তাঁরা প্রথমে জানতে পারেন। পরে অন্যান্য তলায়ও আগুন ছড়িয়ে পড়ে।

আগুন লাগার পর ভবনের কাচ ভেঙে দেয়াল বেয়ে কয়েকজন নিচে নামাতে থাকেন। কেউ কেউ লাফ দিয়ে নামার চেষ্টা করেন। এ সময় অন্তত পাঁচজন পড়ে যান বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান।

আহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য সরকারি হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকের কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের কাছে এসে জড়ো হয়েছে।

পুরো ভবন ও আশপাশের এলাকা আগুন থেকে সৃষ্ট কালো ধোঁয়ায় ঢেকে গেছে। বেলা আড়াইটায় এ প্রতিবেদন লেখার সময় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন ছিল।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.