নোয়াখালীসহ তিন জেলা আ.লীগের নেতৃত্বে ঘুরেফিরে তারাই

53

২১তম জাতীয় সম্মেলন সামনে রেখে সারা দেশে জেলা সম্মেলন করছে আওয়ামী লীগ। এসব সম্মেলনে বেশিরভাগ ক্ষেত্রে পুরনো নেতৃত্বের ওপরই ভরসা রাখছে ক্ষমতাসীন দলটি।

আওয়ামী লীগের বিভিন্ন সূত্রে জানা গেছে, তৃণমূলে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে এমন দক্ষ সংগঠকের ওপর সব সময়ই আস্থা রাখে তারা। এ কারণে কয়েকটি জেলায় পুরনো নেতৃত্বকে বহাল রাখা হচ্ছে।

আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর মধ্যে এখন পর্যন্ত যে কয়টি কেন্দ্রীয় সম্মেলন হয়েছে, তাতে চমক দিয়েছে দলটি। পুরনো নেতাদের বদলে নেতৃত্বে নিয়ে আসা হয়েছে নতুন মুখ। এ থেকে ধারণা করা হচ্ছিল জেলা সম্মেলনেও কোনো কোনো জায়গায় এ রকম নতুন নেতৃত্ব আসতে পারে।

কিন্তু দেখা যাচ্ছে, বেশির ভাগ জেলাতেই একাধিকবার টানা পদে থাকা নেতারাই আবার দায়িত্ব পেয়েছেন। দলের নেতারা বলছেন, তাদের সাংগঠনিক দক্ষতা আর যোগ্যতার জন্যই তারা পদে রয়েছেন।

নোয়াখালী, ফেনী, যশোর ও কুষ্টিয়া দেশের রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব জেলায় একসময় বিএনপির প্রভাব ছিল। কিন্তু সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও স্থানীয় জেলা আওয়ামী লীগের দক্ষ নেতৃত্বের কারণে এখন সেগুলো আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। তাই জেলা সম্মেলনে পুরনো নেতাদের ওপর আস্থা রাখা হচ্ছে বলে জানান কয়েকজন কেন্দ্রীয় নেতা।

একরামুল করিম চৌধুরী ২০০৪ সালে অনুষ্ঠিত নোয়াখালী জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। এরপর নবম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দায়িত্ব নেয়ার পর নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক চেহারার আমূল পরিবর্তন করে ফেলেন তিনি। একসময়ের বিএনপির ঘাঁটির নিয়ন্ত্রণ এখন আওয়ামী লীগের হাতে। এরপর টানা দুই সম্মেলনে তার ওপর আস্থা রাখে আওয়ামী লীগ।

চলতি নভেম্বর মাসের ২০ তারিখ অনুষ্ঠিত সম্মলনে তিনি তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন খায়রুল আনাম চৌধুরী সেলিম।

জেলার নেতারা বলেন, একরাম চৌধুরীর মতো দক্ষ রাজনৈতিক সংগঠক আছেন বলেই নোয়াখালী জেলা আওয়ামী লীগের চেহারা পাল্টে গেছে। তিনি আওয়ামী পরিবারের সব সদস্যের সুখে-দুঃখে পাশে দাঁড়ান।

টানা তিন মেয়াদে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন শাহীন চাকলাদার। বিএনপি-জামায়াত সরকারের সময় ২০০৪ সালে প্রথম তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। এরপর তিনি ২০১৫ সালে অনুষ্ঠিত সম্মেলনে একই পদে পুনরায় নির্বাচিত হন। সর্বশেষ গত ২৭ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে তিনি টানা তিন মেয়াদে সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এই জেলা কমিটিতে টানা দুই মেয়াদে সভাপতি নির্বাচিত হন শহিদুল ইসলাম মিলন।

একইভাবে টানা দুই মেয়াদে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন হাজারী। ২০১২ সালে অনুষ্ঠিত জেলা সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন তৎকালীন ফেনী পৌরসভার মেয়র নিজাম হাজারী। এরপর ১০ম জাতীয় নির্বাচনে ফেনী-২ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত জেলা সম্মেলনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তবে এই সাংগঠনিক জেলায় সভাপতি পদে পরিবর্তন এসেছে। প্রথমবারের মতো সভাপতি হন আকরামুজ্জামান।

টানা দুই মেয়াদে কুষ্টিয়া আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী পুনরায় নির্বাচিত হয়েছেন।

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে তারা দুজন পুনরায় নির্বাচিত হন। এর আগে ২০১৪ সালে অনুষ্ঠিত সম্মেলনে সদর উদ্দিন খানকে সভাপতি ও আজগর আলীকে সাধারণ সম্পাদক করা হয়।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.