নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব

38

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশের ন্যায় নোয়াখালীতে পালিত হচ্ছে বই উৎসব। ২০২০ শিক্ষা বর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত সব শিক্ষার্থীর হাতে বছরের ১ম দিনে তুলে দেয়া হচ্ছে বিনা মূল্যের নতুন বই।

এ আয়োজনকে ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাজানো হয়েছে। জেলায় এ বছর ৯টি উপজেলার ১২৫৩টি সরকারী বিদ্যালয়ে ১৯ লক্ষ ১০ হাজার ৭শত ১১টি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হচ্ছে। উৎসবে জেলা ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন।

নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে ক্ষুদে শিক্ষার্থীদের হাসির আলো যেমন ছড়াচ্ছে তেমনি অভিভাবকরাও বিনা মূল্যের সরকারের বই উপহার পেয়ে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে।

শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, নতুন শ্রেণীতে নতুন বই পাওয়ার আনন্দই অন্যরকম। সে বই যদি বিনা মূল্যে পাওয়া যায় তাহলে তো কথাই নেই।

নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলের অনেক দরিদ্র পরিবারের সন্তানদের বই কেনার সামর্থ্য ছিলোনা। পুরাতন বই দিয়েই বছর পার করতে হতো তাদের। এখন সবার হাতেই নতুন বই। তাই উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের শিশু কিশোররা বই উৎসবে শামিল হয়েছে।

সকালে পুলিশ কেজি স্কুলে বর্ণাঢ্য আয়োজনে নতুন বই তুলে দেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, পুনাক সভানেত্রী তানিয়া আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিসা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, সুধারাম থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফম রহমত উল্যা।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.