চাটখিলে যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

1,354

চাটখিল পৌরসভার ছয়ানী টবগা গ্রামে স্থানীয় যুবলীগের দু’গ্রুপের দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় যুবলীগ নেতা ইয়াছিন, সুজন, আরিফসহ কয়েকজন মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, এসময় যুবলীগের অপর গ্রুপের সাহেদসহ কয়েকজন তাদেরকে কটোক্তি করে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে।

স্থানীয় যুবলীগ নেতা সাজ্জাদ হোসেন মিল্টন জানান, রাত সাড়ে ১১টার দিকে বাড়ি যাওয়ার পথে পিছন থেকে সাহেদসহ সন্ত্রাসীরা ইয়াছিন, সজল ও আরিফকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করতে থাকে। এসময় দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে সাহেদ গ্রুপের আরমান ও বাবু আহত হয়। মারাত্মক আহত ইয়াছিনকে নোয়াখালী সদর ও আহত সজল, আরিফ, আরমান ও বাবুকে চাটখিল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ দিকে রাতে সাহেদসহ একদল সন্ত্রাসী বিপ্লব নামের একজনের ঘরে সন্ত্রাসী হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর করে। বাধা দিলে সন্ত্রাসীরা গৃহকর্তা বিপ্লবকে কিল ঘুষি মেরে জখম করে। এ ঘটনায় সাহেদকে আসামী করে বিপ্লব বাদী হয়ে থানায় অভিযোগ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মূলত যুবলীগ নেতা মিল্টন ও সাহেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বিষয়টি সম্পর্কে জানতে যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেন মুঠোফোনে আলোকিত চাটখিলকে বলেন, মসজিদে নামাজ পড়ার সময় মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে মিল্টন ও সাহেদের মধ‍্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। চিকিৎসা শেষে সবাইকে নিয়ে সাংগঠনিকভাবে এটি মীমাংসা করা হবে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সংঘর্ষের বিষয়ে পুলিশ অবগত আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.