চাটখিলে ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

287

নোয়াখালীর চাটখিল পৌরসভার ভীমপুর গ্রাম থেকে ধর্ষণের অভিযোগে নাইম (২০) ও ইউসুফ সুদানী নামের দুই যুবককে পুলিশ গ্রেফতার করেছে। আজ বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ভীমপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করে। নাইম ভীমপুর গ্রামের আবদুল মন্নানের ছেলে ও ইউসুফ সুদানী একই গ্রামের রফিক মোল্লার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম ভীমপুর গ্রামে পরিবারের সাথে ভাড়া বাড়িতে বসবাস করে আসছে। তাদের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। গতকাল রাত ৮টার সময় আসামি নাঈম পাওনা টাকা নেয়ার বাহানায় ভিকটিমের বাড়িতে আসে, তখন ভিকটিমকে একা পেয়ে নাঈম জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের ধস্তাধস্তিতে আশেপাশের লোকজন ছুটে এসে তাদেরকে অপ্রীতিকর অবস্থায় পেয়ে আটক করে চাটখিল থানায় খবর দেওয়ার চেষ্টা করে। তখন অপর আসামি ইউসুফ সুদানী ৩/৪ জন লোক নিয়ে এসে ভিকটিমের পরিবারের উপরে হামলা করে ধর্ষণকারীকে নিয়ে যায় এবং উক্ত বিষয়ে থানা পুলিশকে জানালে পরিণতি আরও খারাপ হবে বলে হুমকি দেয়।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা করায় আমরা দুই আসামিকে গ্রেপ্তার করেছি এবং আগামীকাল আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করব।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.