চাটখিলের চিকিৎসক নোয়াখালীতে দ্বায়িত্ব পালনরত অবস্থায় করোনায় আক্রান্ত

চাটখিলে তৃতীয় করোনা আক্রান্ত ব্যক্তি

358

চাটখিলের এক চিকিৎসক নোয়াখালীর মাঈজদীতে স্থাপিত শহীদ ভুলু স্টেডিয়ামের আই সলেউশানে দ্বায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন।

সর্বশেষ প্রাপ্ত আজকের রিপোর্টে নোয়াখালীতে শনাক্ত হওয়া ৮ জনের মধ্যে তিনি একজন।

ইকবাল বাহার জুয়েল (৩৮) নামের উপ-স্বাস্থ্য সহকারীর বাড়ি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের পরানপুর গ্রামে। তিনি স্বাস্থ্য কমিউনিটি সেন্টার মোহাম্মদপুর ইউনিয়ন সাব সেন্টারের দায়িত্বে নিয়োজিত। তিনি বেশ কিছু দিন আই সলিউশানে দ্বায়িত্ব পালন করার কারণে জেলা শহরে অবস্থান করছিলেন।

জানা যায়, গত ২৮ এপ্রিল থেকে চারদিন তিনি দায়িত্ব পালন করার পর আই সলিউশানে ছিলেন। আই সলিউশানে থাকা অবস্থায় করোনার নমুনা টেস্টের জন্য পাঠানো হয়। সর্বশেষ আজ আসা রিপোর্টে করোনা পজেটিভ হয়।

করোনা শনাক্তের খবর শুনে এখন তিনি নিজেই আই সলিউশানে আছেন বলে জানা যায়। তবে কোন উপসর্গ দেয়া যায়নি এখনো। তিনি ‘আলোকিত চাটখিল’ পত্রিকার মাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.