সোনাইমুড়ীতে ৬ ইভটিজারকে সতর্ক করলেন ওসি!

515

নোয়াখালীর সোনাইমুড়ীতে ৬ ইভটিজারকে সতর্ক করলেন ওসি মো: আবদুস সামাদ। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টার দিকে পৌর এলাকার মর্নিংসান স্কুলের সামনে।

প্রত্যক্ষ দর্শীরা জানান, উপজেলার মর্নিংসান স্কুলসহ বিভিন্ন স্কুলের সামনে ক্লাস চলাকালিন সময়ে বহিরাগত যুবকরা দাড়িয়ে থাকে। স্কুলে ছাত্রীরা আসা-যাওয়ার সময় বিভিন্ন প্রকার মন্তব্য করা, ইশারা-ইঙ্গিতে যৌন হয়রানি করে আসছিল। এ ধরনের অভিযোগ পেয়ে সোনাইমুড়ী থানার ওসি মো: আবদুস সামাদ সোমবার সকাল ১১টার দিকে পৌর এলাকার মর্নিংসান স্কুলের সামনে গিয়ে ৬ ইভটিজারকে আটক করেন এবং সতর্ক করে ছেড়ে দেন। ইভটিজাররা হল, রায়হান, মাসুদ, রায়হান, মনির হোসেন রকি,তামিম ও তুহিন।

ওসি মো. আবদুস সামাদ উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাদেরকে আটক করা হয়েছে, তারা সবাই ছাত্র। প্রাথমিকভাবে অঙ্গিকার নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি,ভোগান্তিতে সাধারণ মানুষ

দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চাটখিল কামিল মাদ্রাসা।

চাটখিলে দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

Comments are closed.