সোনাইমুড়ীতে ৬ ইভটিজারকে সতর্ক করলেন ওসি!

558

নোয়াখালীর সোনাইমুড়ীতে ৬ ইভটিজারকে সতর্ক করলেন ওসি মো: আবদুস সামাদ। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১টার দিকে পৌর এলাকার মর্নিংসান স্কুলের সামনে।

প্রত্যক্ষ দর্শীরা জানান, উপজেলার মর্নিংসান স্কুলসহ বিভিন্ন স্কুলের সামনে ক্লাস চলাকালিন সময়ে বহিরাগত যুবকরা দাড়িয়ে থাকে। স্কুলে ছাত্রীরা আসা-যাওয়ার সময় বিভিন্ন প্রকার মন্তব্য করা, ইশারা-ইঙ্গিতে যৌন হয়রানি করে আসছিল। এ ধরনের অভিযোগ পেয়ে সোনাইমুড়ী থানার ওসি মো: আবদুস সামাদ সোমবার সকাল ১১টার দিকে পৌর এলাকার মর্নিংসান স্কুলের সামনে গিয়ে ৬ ইভটিজারকে আটক করেন এবং সতর্ক করে ছেড়ে দেন। ইভটিজাররা হল, রায়হান, মাসুদ, রায়হান, মনির হোসেন রকি,তামিম ও তুহিন।

ওসি মো. আবদুস সামাদ উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাদেরকে আটক করা হয়েছে, তারা সবাই ছাত্র। প্রাথমিকভাবে অঙ্গিকার নিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.