চাটখিলে সেলুন মালিককে খুন

172

চাটখিলে ব্রজলাল চন্দ্র শীল (৬৫) নামক এক সেলুন মালিকের লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত ১টার দিকে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নাথ পাড়া গ্রাম থেকে পুলিশ গলাতে রশি পেছানো এই লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রঞ্জিত শীল (৩২) নামক তার এক ভাতিজাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।
স্থানীয়রা জানান, নিহত ব্রজলাল চন্দ্র শীল চাটখিল উপজেলার পাল্লা বাজারের সেলুন ব্যাবসায়ী। ওই বাজারে তার একটি সেলুন দোকান রয়েছে। প্রতিদিনের মত সোমবার রাত ৯ টার দিকে তিনি দোকান থেকে বের হন বাড়ির উদ্দেশ্যে। কিন্তু রাত ১১ টার পরও তার বাড়ি ফেরা না হলে উদ্বিগ্ন হয়ে তার পরিবার তাকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজতে থাকেন। পরে রাত ১২ টার দিকে বাড়ির পাশের নির্জন স্থানে গলায় রশি পেছানো তার মরদেহ দেখা যায়।

তাকে স্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হয়েছে।

এ ঘটনায় রাতেই চাটখিল থানা পুলিশ তার ভাতিজা রঞ্জিত শীল কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। রঞ্জিত নিহত ব্রজলাল শীলের দোকানে কাজ করতো বলে জানায় তার পরিবার।

আজ সকাল সাড়ে ১০টার দিকে লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.