সোনাইমুড়িতে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন জাহাঙ্গীর আলম
সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আবিরপাড়া মাধ্যমিক বিদ্যা নিকেতন এর নতুন একাডেমিক ভবন মঙ্গলবার সকালে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম।
উদ্বোধন পরবর্তী এক মতবিনিময় সভা আমিশাপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন এর সভাপতিত্বে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রেনু চৌধুরী, সোনাইমুড়ি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সুজন, আবু মহসিন, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ নেতা শাহ আলম, ক্যাপ্টেন আলমগীর হোসেন আলো, সোনাইমুড়ি উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি লুবনা মরিয়ম সুবর্ণা, আমিশাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পারভেজ আলম, সাধারন সম্পাদক হুমায়ুন কবির সহ বিভিন্ন নেতৃবৃন্দ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।