সেনবাগে অপহরণের ছয়দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার, আটক ১
নোয়াখালীর সেনবাগে অপহরণের ছয়দিন পর এক স্কুলছাত্রীকে (১৩) উদ্ধার করেছে পুলিশ। এসময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. শাকিল (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার খাজুরিয়া গ্রামের বিবি হাওয়া মেম্বারের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত শাকিল খাজুরিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লেমুয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ের আসা যাওয়ার পথে প্রেম নিবেদন ও উতক্ত্য করতো স্থানীয় বখাটে শাকিল। এসব ঘটনা নিয়ে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে শাকিলের অভিভাবকদের জানানো হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। উল্টো ঘটনায় ক্ষিপ্ত হয়ে শাকিল ভিকটিমকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এর সূত্র ধরে মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে তাকে জোরপূর্বক একটি সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায় শাকিল ও তার সহযোগিরা।
ঘটনায় রোববার (২৭ জানুয়ারি) অপহৃতার বাবা আবুল বাশার বাদী হয়ে অপহরণকারী শাকিল তার বাবা আবদুল হাই ও মা খোদেজাকে আসামি করে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
সেনবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিবি হাওয়া মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে অপহরণকারী শাকিলকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
Comments are closed.