সাত দফা দাবিতে জেএসডি’র নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

0 11

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি বিকেলে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা জেএসডি সদস্য সচিব আমির হোসেন বিএসসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জেএসডি নেতা ভিপি আবদুস সাত্তার, নুর রহমান, আমিন উল্যাহ বাহার, মফিজুর রহমান প্রমুখ।

বক্তরা কেন্দ্রীয় জেএসডি’র সাত দফা দাবি : স্বৈরাচার সরকারের অপসারণ ও বর্তমান সংসদ বাতিল, জাতীয় সরকার গঠন, ঔপনিবৈশিক ব্যবস্থার অবসান, প্রদেশ, স্বশাসিত স্থানীয় সরকার ও সংসদের উচ্চ কক্ষ গঠন, সংবিধান সংশোধন, রাষ্ট্র কাঠামোর সংস্কার, জ্বালানী, গ্যাস, বিদ্যুৎ ও খাদ্য দ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমানো এবং অংশীদারিত্বের গণতন্ত্র কায়েম বাস্তবায়ন করার দাবি জানান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।