দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালো চাটখিলের মিজান

ধারাবাহিক হত্যাকান্ডের পরও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিশ্চুপ ভূমিকায় প্রশ্ন তুলেছেন প্রবাসীরা

205

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলির ধারাবাহিকতায় এবার নিহত হয়েছেন বাংলাদেশের আরেক রেমিটেন্স যোদ্ধা মিজানুর রহমান মিজান (২৬)। তিনি চাটখিল পৌরসভার ভীমপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদের ছেলে। বুধবার ভোররাতে মিজানের পরিবার তার মৃত্যুর খবর জানতে পারে।
দক্ষিণ আফ্রিকা থেকে নিহত মিজানের ভাগ্নে জামাই বাবর হোসেন পলাশ মোবাইলে জানান, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার পর জোহানেক্সবার্গ এ দোকানের সামনে দাঁড়ানো অবস্থায় সন্ত্রাসীরা মিজানকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায়। নিকটস্থ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার মিজানকে মৃত বলে ঘোষণা করে। মিজান সেখানে তার ভাগ্নি জামাই পলাশের দোকানে চাকুরি করতেন।
মিজানের মৃত্যুর খবর স্বজনরা জানার পর থেকে তাদের বাড়িতে আত্মীয়স্বজন ও এলাকাবাসী ভীড় জমাচ্ছে। বুধবার দুপুরে মিজানের বাড়িতে সাংবাদিকরা গেলে দেখা যায়, পরিবারে চলছে মিজানকে হারানোর বুকফাটা আহাজারি। মিজানের মা সুরাইয়া বেগম কাঁদতে কাঁদতে বার-বার মুর্ছা যান। মিজানের বাবা চাটখিল মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ও পৌর আওয়ামী লীগের মক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবদুল হামিদ ছেলের মৃত্যুর সংবাদে একেবারেই হতবাক। তিনি কান্না জড়িত কন্ঠে তার ছেলের লাশ ফেরত আনার ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছেন। মিজানের বাবা জানান, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে মিজান দক্ষিণ আফ্রিকায় যায়। তার তিন ছেলে দুই মেয়ের মধ্যে মিজান মেঝো । তার বড় ছেলে শরীফ সৌদি আরবে অবস্থান করছেন এবং ছোট ছেলে মুরাদ বাড়িতে রয়েছে।
এদিকে দক্ষিণ আফ্রিকায় একের পর এক বাংলাদেশি হত্যাকান্ডের পরও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নি:শ্চুুপ থাকায় ক্ষোভ রয়েছে সেখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। সেখানে থাকা চাটখিলের তরুণ ব্যবসায়ী আবদুল মজিদ রিয়াজ জানান, আমরা প্রতিটি মুহুর্তে জীবনের ঝুঁকি নিয়ে এখানে বাস করে দেশে রেমিটেন্স পাঠাই অথচ আমাদেরকে একটু দেখারও যেন কারো আগ্রহ নেই।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.