জীবনের নিরাপত্তা না দিলে আজ হতে নির্বাচন থেকে সরে দাড়াবেন মওদুদ
গণসংযোগে হামলার পরিপ্রেক্ষিতে জীবনের নিরাপত্তা না দিলে আজ থেকে নির্বাচনী প্রচারণা থেকে সরে যাবেন বলে ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালী-৫ আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ।
তিনি বলেছেন, আমার জীবনের কোনো নিরাপত্তা নেই। জেলা রিটার্নিং কমকর্তা, থানার ওসি ও সেনাবাহিনীর মেজরকে জানিয়েছি আমার জীবনের নিরাপত্তা না দিলে আজ থেকে নির্বাচনী প্রচারণা থেকে সরে যাবো।
সোমবার দুপুর দেড়টার দিকে তার নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করেন ব্যারিস্টার মওদুদ।
এসময় তিনি অভিযোগ করে বলেন: আজ সকালে কোম্পানীগঞ্জের চরকাকড়া ইউনিয়নের নতুন বাজার এলাকায় গণসংযোগ চলাকালে আমাকে বহনকারী গাড়িসহ দুটি গাড়ি ভাঙচুর করেছে আ. লীগের লোকজন। এসময় ৫ জন নেতাকর্মীকে পিটিয়ে আহত করা হয়। বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা, সেনাবাহিনীর মেজর ও কোম্পানীগঞ্জ থানাকে অবহিত করেছি।