শিরীন শারমিনকে ফের স্পিকার করার ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

361

ক্ষমতায় আসলে শিরীন শারমিন চৌধুরীকে আবারও জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত করার ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

রোববার পীরগঞ্জে শিরীন শারমিনের নির্বাচনী এলাকার জনসভার বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আপনারা জানেন, জাতীয় সংসদে স্পিকারের পদ হচ্ছে সর্বোচ্চ পদ। রাষ্ট্রপতি পদের পরেই হচ্ছে স্পিকার, তারপরে হলো প্রধানমন্ত্রী।

“কাজেই আপনাদের সৌভাগ্য আরো বড় একজন আপনাদের হাতে তুলে দিয়েছি। তাকে নির্বাচিত করতে পারলে আগামীতে তাকে আবারও স্পিকার হিসাবে নির্বাচিত করতে পারব।”

২০১৪ সালের নির্বাচনে রংপুর-৬ আসনটি শিরীন শারমিনকে ছেড়ে দেন শেখ হাসিনা। উপ-নির্বাচনে সেখান থেকে নির্বাচিত হয়ে স্পিকারের দায়িত্ব পান তিনি।

এবারের নির্বাচনে শেখ হাসিনার শ্বশুরবাড়ির এলাকায় নোয়াখালীর মেয়ে শিরীন শারমিনকে নৌকার টিকেট দিয়েছে আওয়ামী লীগ।
জনসভায় শিরীন শারমিনকে আওয়ামী লীগের প্রার্থী করার পেছনের যুক্তিও এলাকাবাসীর কাছে তুলে ধরেন শেখ হাসিনা।

তিনি বলেন, “আমি আমার মেয়ে শিরীন শারমিনকে আপনাদের হাতে তুলে দিয়েছিলাম। আজকেও আমি আমার মেয়েকে আপনাদের হাতে তুলে দিলাম।

“কারণ আমি ভোট করলে আরেকবার নির্বাচন করতে হবে। তাই আমি চাই একবারই নির্বাচন হোক। আপনারা শিরীন শারমিনকে ভোট দিয়ে নির্বাচিত করবেন এবং আমি আপনাদের এমপি হিসাবে আপনাদের সেবা করে যাব। আমার প্রতিনিধি হিসাবে শিরীন আপনাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, আপনাদের প্রতিনিধি হিসাবে কাজ করে যাবে।”

প্রধানমন্ত্রীর দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সায়মা হোসেন পুতুল পীরগঞ্জের উন্নয়ন কাজে শিরীন শারমিনকে সহযোগিতা করে যাচ্ছেন বলে জানান শেখ হাসিনা।

তিনি বলেন, “নির্বাচনে আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দেবেন। ভোট আমাকেই দেবেন, কিন্তু ব্যালটে শিরীন শারমিনের নামই থাকবে। তাকে নৌকায় ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া।”

ভোটারদের উদ্দেশে বলেন, “তিনি যেভাবে আন্তরিকতার সঙ্গে পীরগঞ্জে থেকে কাজ করে যাচ্ছে, আমার পক্ষে সেটা করা সম্ভব হত না। তাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন।”

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.