চাটখিলে স্বেচ্ছাসেবী সংগঠন ‘অল অফ ওয়ান বিডি’র বর্ষপূর্তি উদযাপন

362

নোয়াখালীর চাটখিলে ‘অল অফ ওয়ান বিডি’র ৩য় বর্ষপূর্তি পালন করা হয়েছে।

সোমবার (৬ই মার্চ) বিকেলে চাটখিল আলোর দিশারী স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া।

উপজেলা ভাইস চেয়ারমান আলী তাহের ইভু’র সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাটখিল পৌরসভার মেয়র নিজাম উদ্দিন ভিপি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান বাহ্লুল, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, সুজন দেবনাথ, মানচুরা রুবি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জাহানারা মিথিলার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অল অফ ওয়ানের সভাপতি ইসমাইল হোসেন, সহ সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রবাস থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা কামরুল ইসলামের ভিডিও বক্তব্য প্রচার করা হয়।

উল্লেখ্য এটি  মূলত অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়ুয়া একদল তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে সংগঠনটি ৩ মার্চ ২০২০ সালে গঠিত হয়।

সংগঠনের সদস্য শিক্ষার্থীরা অসহায়, ঝরে পড়া, পথশিশুদের  শিক্ষাদানের জন্য চাটখিলে ‘আলোর দিশারী ‘ নামক একটি স্কুল প্রতিষ্ঠা করে গত তিন বছর থেকে স্বেচ্ছাশ্রমে পাঠদান করে আসছেন। ইতোমধ্যে পথশিশুদের দিয়ে জাতীয় দিবসগুলোতে ডিসপ্লে ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করিয়ে  প্রথম স্থান অর্জনসহ বিভিন্ন পুরস্কার গ্রহণ করে।

এছাড়া দূষণ মুক্ত পরিবেশ  তৈরিতে স্বেচ্ছায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, স্বেচ্ছায় রক্তদান, অসহায় মানুষকে খাদ্য ও বস্ত্রদান, শীতবস্ত্র ও কম্বল বিতরণ, বিনা টাকায় চিকিৎসা, ঘর তৈরিতে অর্থপ্রদান, বিয়েতে আর্থিকভাবে সহযোগিতা প্রদানসহ নানারকম কার্যক্রম চাটখিল উপজেলা ও উপজেলার বাইরেও এই সংগঠনটি করে যাচ্ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করেন এবং এ জাতীয় কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার জন্য সদস্যদের উৎসাহ প্রদান করেন।

আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

Comments are closed.